আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৫

বন্দরে ভুয়া ডাক্তার গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৩ | ১২:০১ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে মাকসুদুর রহমান ওরফে এম. এম রহমান আল-মাহবুবী নামে এমবিবিএস পরিচয়ধারী এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নারায়ণগঞ্জ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমান ওরফে এম. এম রহমান আল-মাহবুবী বৈধ কাগজপত্র ছাড়াই ২০১৩ সাল থেকে মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি প্রথম সাক্ষাতে ফি নিতেন ৮০০ টাকা। পরবর্তী সাক্ষাতে ৫০০ টাকা। এভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করায় বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদ- দিয়েছেন। দ-প্রাপ্ত মাকসুদুর রহমান ওরফে এমএম রহমান আল মাহাবুবি বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি ভুয়া পরিচয় বহন করে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রানী কর্মকার জানান, প্রতারক চিকিৎসক এমবিবিএস ডাক্তার হওয়ার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৯ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। প্রতারক চিকিৎসক অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা