আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

স্ত্রী সন্তানের উপর এসিড নিক্ষেপকারী গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের মেয়ের উপর সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি খোকনকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব ১১। এর আগে কুমিল্লা জেলার তিতাস থানাধীন রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। খোকন আড়াইহাজারের গোপালদী পৌরসভার গায়েনপাড়ার মৃত আনসর আলীর ছেলে। গত ২৩ জুন উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা সাহেদা বেগম। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মোর্শেদা প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর তার একমাত্র কন্যাশিশু মারিয়াকে নিয়ে মায়ের সঙ্গে বসবাস করছিলেন। গত পাঁচ মাস আগে গোপালদী পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে মোর্শেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোর্শেদার সন্তানকে বাবার বাড়ি রেখে আসতে শারীরিক ও মানসিক নির্যাতন করেন তার স্বামী। গত তিন মাস আগে মোর্শেদাকে বেধড়ক পিটিয়ে সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে মোর্শেদা তার কন্যা মারিয়াকে নিয়ে ফের মা ও বাবার সঙ্গে বসবাস করে আসছেন। গত ২৩ জুন রাত ৮টার দিকে খোকন মোর্শেদার শোবার ঘরের জানালায় ফাঁক দিয়ে সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তার স্ত্রী মোর্শেদার ডান পায়ে ও তার কন্যাশিশু মারিয়ার মুখ ঝলসে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা সাহেদা বেগম বাদী হয়ে খোকনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের সাত দিন পর গত মঙ্গলবার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা