আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১১

দলের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকুন: ভিপি বাদল

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পরই এ নবগঠিত কমিটির পক্ষে ও বিপক্ষে রাজনীতিবিদ ও সুশীল সমাজ সহ বিভিন্ন মহল বিভিন্ন মতামত ব্যক্ত করে যাচ্ছেন। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি জেলা কমিটির কাছে জমা দেয়ার পর এ কমিটির বিষয়ে নানান অভিযোগ উঠেছে। তাদের উচিৎ ছিলো আমাদের সাথে আলোচনা করার। তারা আলোচনা না করেই প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের পরিচয় করিয়ে দেন। এ বিষয়ে আমরা কিছুই বলিনি। দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খু যাচাই বাছাই করেই প্রবীন ও নবীনের সমন্বয়ে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোনারগাঁ উপজেলাটি ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এবং বিশাল এলাকাজুড়ে এর অবস্থান। সুতরাং ৭১ জনের নাম চূড়ান্ত করা সত্যিকার অর্থেই কঠিন ও দূরহ। আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রাম বেগবান করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে ও আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কোন মাদকব্যবসায়ী ও অন্যায়কারীকে আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দেয়না, সুতরাং এধরণের ব্যক্তির স্থান আওয়ামী লীগে হয়না। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম যথেষ্ট দক্ষ ও বিচক্ষণ নেতা। আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। এক পক্ষ অপর পক্ষের প্রতি ঈর্ষান্বীত হয়ে নানাবিধ মন্তব্য করায় বিতর্ক তৈরি হচ্ছে এবং আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। আমি প্রত্যাশা করবো, দলের স্বার্থে আপনারা সকলে ভেদাভেদ ভুলে এক প্লাটফর্মে আসুন, ঐক্যবদ্ধ থাকুন এবং নৌকার বিজয় সুনিশ্চিত করুন’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা