আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৭

ব্যর্থ না’গঞ্জ মহানগর যুবদল!

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ ৫ বছরেও নারায়ণগঞ্জ মহানগর যুবদল সক্রিয় হয়ে উঠতে পারছে না। একাধিক পদ ও নিজস্ব লোকদের কমিটিতে অন্তুর্ভুক্ত করার দ্বন্দ্বে মহানগর যুবদল ডুবে যাচ্ছে। এসব সকল কিছু জন্য মমতাজ উদ্দিন মন্তুকে দায়িত্ব করছে একাধিক নেতারা। তারা বলছে কেন্দ্রীয় নেতাদের খুশি রেখে মমতাজউদ্দিন মন্তু মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পর আহবায়ক বনেছেন। ওয়ার্ড, থানা ও উপজেলা কমিটি থাকা সত্ত্বে নেতা-কর্মীদের একত্রে আনতে পারেনি মন্তু। গত তিন মাস আগে বন্দর থানা ও উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এদিকে দীর্ঘদিন আহ্বায়ক কমিটি থাকার পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ২০১৮ সালের ১৯ অক্টোবর তৎকালীন আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি ও মমতাজউদ্দিন মন্তুকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়। যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু। একাধিক বিরোধ ও সমঝোতা মাধ্যমে আংশিক কমিটি ঘোষণার ৫ মাস পর ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। তৎকালীন সময়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করার জন্য কেন্দ্রীয় কমিটিতে তালিকা হয়েছিলো। কিন্তু কেন্দ্রীয় তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক নেতার সাথে মমতাজউদ্দিন মন্তু সখ্যতা থাকায় সেক্রেটারী পদ বাগিয়ে নেয়। ওই সময় একাধিক নেতার কাছ থেকে জানা গেছে, মহানগরের অধিনে ২৭টি ওয়ার্ড, বন্দর থানা ও উপজেলা কমিটি গঠন করা হয়। সেখানে মাঠ পর্যায়ে নেতাদের মূল্যায়ন করে কমিটিতে স্থান দেয় ওই সময়ের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এতেও তাকে অনেক বাধায় পড়তে হয়েছে বলে জানা গেছে। ওই সময় মমতাজউদ্দিন মন্তু, মনোয়ার হোসেন শোখন, সাগর প্রধান, জুয়েল রানা ও জুয়েল প্রধানদের একাধিক নিস্ক্রিয় ও পছন্দের নেতাদের নাম তালিকা করা হয়েছিলো। এতে সক্রিয় নেতাদের যথাযর্থ স্থানে দেয়ার জন্য কঠোর ছিলেন সভাপতি খোরশেদ কমিটি শীর্ষ নেতারা। এই নিয়ে খোরশেদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্ন অভিযোগ দেয়া হয়। পরবর্তী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের কমিটি গঠনে সভাপতি ও সেক্রেটারী পদে মমতাজউদ্দিন মন্তু, সাগর প্রধান, জুয়েল রানা ও জুয়েল প্রধান নিজেরা দাবি করেন। এতে তাদের সাথে বিরোধে জড়ান সভাপতি খোরশেদ। পরবর্তিতে মমতাজউদ্দিন মন্তু, মনোয়ার হোসেন শোখনের ও সাগর প্রধানের কারিশমায় ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এরও ৯ মাস পর ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন মন্তুকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। বাকি সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও শাহেদ আহমেদ। এতে আহবায়ক কমিটি থেকে বাদ পড়েন সভাপতি খোরশেদ ও সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন। অপরদিকে সদস্য সচিব পদে থাকার জন্য মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক পদ ছাড়ে মনিরুল ইসলাম সজল। আহবায়ক মমতাজউদ্দিন মন্তু’র নেতৃত্বে মহানগর যুবদলের ১৯ মাসের এখনো কোন ওয়ার্ড, থানা ও উপজেলা কমিটি গঠন করতে পারেনি। তিনি ২৭টি ওয়ার্ড সহ বিভিন্ন থানা উপজেলা নিস্ক্রিয় ও সক্রিয় নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটি কাছে জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একাধিক প্রত্যাশি নেতারা জানিয়েছেন, কাউন্সিলর খোরশেদের সাথে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মন্তু থেকেই সক্রিয় থাকতে পারেনি। তিনি আবার কেন্দ্রীয় নেতাদের সখ্যতায় মহানগর যুবদলের আহবায়ক হন। ওয়ার্ড কমিটি না সাজিয়ে তিনি পূর্ণাঙ্গ কমিটি তালিকা জন্য উঠে পড়ে লাগে। এতে তার যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের সাথে কয়েক দফা মতানৈক্য সৃষ্টি হয়। ওই কমিটিতে বেশিভাগ আহবায়ক মন্তুর পছন্দেরে নেতাদের নাম রয়েছে। চলতি মাসে তার পূণাঙ্গ কমিটি অনুমোদনের কথা রয়েছে বলে জানা যায়। এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে আরো শক্তিশালী করার জন্য আহবায়ক কমিটিকে ঈদের পর ঢাকায় তলব করতে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি। সেখানে আহবায়ক কমিটি ও প্রত্যাশিত নেতাদের নিয়ে দলীয় কার্যালয় সভায় দিক নিদের্শনা ও ভবিষ্যৎ যুবদলের কর্মকান্ড শুনবেন কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। দীর্ঘদিন ধরে মহানগরের অধিনে ওয়ার্ড কমিটি গঠন করতে না পারায় বর্তমান আহবায়ক কমিটি ব্যর্থতা দেখছেন কেন্দ্রীয় নেতারা। আহবায়ক কমিটির ১৯ মাসেও মহানগরের ওয়ার্ড বা থানা কমিটি গঠনে একত্রিত হতে পারেনি। বরং দলীয় কর্মসূচী ও মহানগর বিএনপির বিভিণœ কর্মসূচীতে মহানগর যুবদলের তৎপরতা দেখা যায়। কয়েকদিন আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে একটি কর্মসূচীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে মহানগর যুবদলের আহবায়ক কমিটি সাথে ঝগড়া বাধে জোসেফদের মিছিলকারীদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা