আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১২

বিপর্যস্ত না’গঞ্জ আ’লীগ!

ডান্ডিবার্তা | ০৭ জুলাই, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভীর দ্বন্দ্বে নারায়ণগঞ্জ আওয়ামীলীগে দুটি বলয়ে বিভক্ত রয়েছে দীর্ঘদিন ধরেই। আর তাদের দুৃই বলয়ের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ দিয়েছিল ২০১৮ সালের ১৬ জানুয়ারী। হকার ইস্যুকে কেন্দ্র করে দুই গ্রুপের অনুসারিদের সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের রেশ এখনো কাটেনি। এ ঘটনায় উভয় বলয়ের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা হয়েছে। সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান উত্তর মেরু আর দক্ষিন মেরুর নেতৃবৃন্দকে একত্রিত করার চেষ্টা করলেও তা সম্ভব উঠেনি। এমনকি জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ একাধিকবার দলের ভিতর ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সম্প্রতি, সোনারগাঁ ও জেলা আওয়ামীলীগের সম্মেলনে নাসিক মেয়র আইভী সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেয়ায় আবারো আলোচনায় চলে আসে দলীয় কোন্দলের বিষয়টি। নির্বাচনের পূর্ববর্তী মুহুর্তে উত্তর মেরু আর দক্ষিন মেরুর দ্বন্ধের বিষয়টি প্রকাশ পাওয়ায় কয়েকভাবে বিভক্ত হয়ে আওয়ামীলীগের তৃনমূলের নেতৃবৃন্দ। দ্রুত দলীয় কোন্দল সমাধান না করা হলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল। সূত্রমতে, টানা তৃতীয়বারের আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেও নারায়ণগঞ্জে ক্ষমতাসীনদলের সাংগঠনিক অবস্থায় তেমন গতি ফিরেনি। তবে আগের যে কোন সময়ের তুলনায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনেক বেশী সংগঠিত। যদিও কর্মীরা যথাযথ মূল্যায়িত করা হচ্ছে না। এছাড়াও হকার ইস্যু নিয়ে সংঘর্ষের কয়েক বছর অতিবাহিত হলেও এখনো উত্তর মেরু আর দক্ষিন বলয়ের রাজনীতিতে উত্তপ্ততা বিরাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে নেতারা একে অপরকে ঘায়েল করতে বিষোদগার মন্তব্য করছেন। যে কারনে দলীয় কর্মকান্ড করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তবে নতুন বছরে ঐক্য চায় সাধারণ কর্মীরা। এদিকে নির্বাচনের পূববর্তী মুহুর্তে প্রধান বিরোধীদল বিএনপি যখন দলীয় কর্মসূচী পালনে নারায়ণগঞ্জের রাজপথে অস্তিত্বের জাগান দিচ্ছে ঠিক এ মুহুর্তে জেলা আওয়ামীলীগে ঐক্যের বদলে দলীয় কোন্দলের বিষয়টি প্রকাশ্যে চলে আসা দলের জন্য ক্ষতিকর বলেও সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন। যেখানে বিএনপি একের পর এক দলীয় কর্মসূচী পালন করে আসছেন এ সময়ে ক্ষমতাসীনদলের উচিত ছিল রাজপথে আওয়ামীলীগের অস্তিত্বের জাগান দেয়া। তবে, রাজনৈতিক অভিজ্ঞতায় পরিপক্ক নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সম্প্রতি কয়েকলাথ সাধারন নেতাকর্মী নিয়ে বিশাল জনসভার আয়োজন করাসহ জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র কর্মী সভার মাধ্যমে তৃনমূল নেতৃবৃন্দের মাঝে ঐক্য সৃষ্টিসহ দলকে সু-সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে, এর উল্টো অবস্থায় রয়েছেন দক্ষিন মেরুর আওয়ামীলীগের রাজনীতিতে নিয়ন্ত্রনকারী নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী। নাসিক নির্বাচন ঘনিয়ে আসলে যত ধরনের সভা সমাবেশ রয়েছে তিনি করে থাকেন। যা কিনা নাসিক নির্বাচন কেন্দ্রীক! নাসিক নির্বাচন কেন্দ্রীক সভা সমাবেশ ছাড়া দলীয় কর্মসূচী পালনে মেয়র আইভী কিংবা তার বলয়ে থাকা আওয়ামীলীগের কোন নেতৃবৃন্দকে সাংগঠনিক কাজে তেমন তৎপর দেখা যায়না। দীর্ঘদীন ধরেন চলমান এ বিরোধে দলের ক্ষতির সম্মুখীন পাশাপাশি সাংগঠনিক ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। টানা তৃতীয়বারের মত দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থার গতি ফিরেনি। বরং দল ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ আওয়ামীলীগে বিভাজন আরো বেড়েছে। এই বিভাজনের কারণেই কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের কোন নেতা ঠাঁই পায়নি। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে থানা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হলেও দল সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়নি। দলীয় কোন্দলের কারণে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক অবস্থা আরো শক্তিশালী করতে ব্যস্ত সময় পার করছেন ঠিক সে মুহুর্তে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতারা চরম আকারে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছেন। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের দ্বন্দ্ব এখন সাড়া দেশ জুড়েই আলোচনা চলছে। দ্বন্দ্বের কারণে স্থানীয় নেতাদের উপর নাখোশ কেন্দ্রীয় নেতারা। এছাড়াও নারায়ণগঞ্জে আওয়ামীলীগে সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার পরিবর্তে নেতারা দ্বন্ধে জড়িয়ে পড়ায় মাঠ পর্যায়ের নেতারাও এখন হতাশ। দ্বাদশ নির্বাচনের পূববর্তী মুহুর্তে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের বিরাজমান উত্তর মেরু আর দক্ষিন মেরুর দ্বন্ধ নিরসনে কেন্দ্র দ্রুত ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যশা স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা