আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৩

সিদ্ধিরগঞ্জে শিল্পপতি হুমায়ুন কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৩ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের আদমজী নগর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব হুমায়ুন কবিরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে সর্বস্তরের মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। গতকাল শুক্রবার বাদ জুম্মা কদমতলী এমডব্লিউ স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে জুম্মার নামাজ শেষে শামীম ওসমান মরহুম আলহাজ্ব হুমায়ুন কবিরের ছেলে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানজিম কবির সজিব সজুকে সাথে নিয়ে আদমজী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, মরহুম হুমায়ুন কবির ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো। আমার প্রথম নির্বাচনে তিনি আমার পক্ষে ভোট চেয়েছিলেন এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনারা সবাই তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। আমার আরেক ছোট ভাই আলী হোসেন আলা চলে গেছেন। ডিএনডির বিভিন্ন সমস্যা ও আমাকে জানাতো। আজ সে দুনিয়াতে নেই। আপনারা আমার ছোট ভাইটার জন্যও দোয়া করবেন। তিনি আরও বলেন, এক সময়ে ডিএনডির মধ্যে বাঁধ নির্মাণ করে যারা মাছ চাষ করেছেন তারা আজ ডিএনডি নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করছেন। ডিএনডির সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি। বক্তব্য শেষে শামীম ওসমান প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, থানা যুবলীগের আহবায়ক ও নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আনোয়ার ইসলাম, সাংসদ পুত্র অয়ন ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, মরহুম আলহাজ্ব হুমায়ুন কবিরের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী তানভীর কবির মুন্না, তৌহিদ কবির রাজু, তসলিম কবির সিমান্তসহ নানা শ্রেনি-পেশার মানুষ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব হুমায়ুন কবির গত বছরের ২৮ জুন দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে দ্রুত রাজধানীর ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা