আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

মামার অশীর্বাদে ভাগিনার চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ০৮ জুলাই, ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের মোড়ল এক শিল্পপতির ভাগিনা আনোয়ার হোসেন আনু। ক্ষমতাধর মামার আশীর্বাদে আনু শিমরাইল মোড়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। চাঁদা আদায়ের জন্য বেতনভূক্ত কর্মচারি রেখেছেন মামার এই গুণধর ভাগিনা। জানা গেছে, শিমরাইল মোড় হাজী এরহমান মার্কেটের পশ্চিম পাশের স্ট্যান্ড ও হকসুপার মার্কেটের সামন থেকে ডেমরা স্টাফকোয়ার্টর পর্যন্ত চলাচলরত লেগুনা, ইজিবাইক ও অটোরিকশা থেকে মাসে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকা চাঁদাবাজি করছে নেশাখোর আনোয়ার হোসেন আনু। চাঁদা আদায় করার জন্য আনু বেতন দিয়ে ৩ জন কর্মচারী রেখেছেন। একাধিকবার র‌্যাব-১১ বাহিনীর সদস্যরা আনুর কর্মচারীকে গ্রেপ্তার করে মামলা দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কিছুদিন জেল হাজত বাস করার পর জামিনে বের হয়ে এসব কর্মচারিরা আবার চাঁদা আদায়ে লেগে যায়। গ্রেপ্তার হলে জামিন ও মামলা খরচ আনু বহন করার শর্তে চাঁদা আদায়ের কাজ করছে ওই ৩ জন। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ কাভার্টভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সভাপতি শিমরাইল টেকপাড়ার দেলোয়ার হোসেন দেলুর ছোট ভাই আনু। সিদ্ধিরগঞ্জে মামা হিসেবে পরিচিত ক্ষমতাধর এক শিল্পপতির ভাগিনা তারা। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওই মামা সিদ্ধিরগঞ্জের মোড়ল বনে যায়। রাজনীতি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনসহ সবকিছুতেই প্রভাব রয়েছে মামার। তাই মামার জোরে ভাগিনা আনু বীর দর্পে চাঁদাবাজি করে যাচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক লেগুনা চালক বলেন, শিমরাইল মোড় থেকে ডেমরা সড়ক দিয়ে গাড়ি চালাতে হলে দৈনিক ৫০০ টাকা চাঁদা দিতে হয় আনুকে। অন্যতায় মারধর ও শিমরাইল মোড়ে গাড়ি নিয়ে আসতে দেয়না। একই কায়দায় প্রতি ইজিবাইক থেকে দৈনিক ১৫০ টাকা ও অটো রিকশা থেকে ৬০ টাকা করে চাঁদা নিচ্ছে আনু। দুইটি সড়ক দিয়ে ইজিবাইক ও অটোরিকশা মিলে দৈনিক প্রায় আড়াইশতাধিক গাড়ি চলাচল করে। এসব গাড়ির চালকরা জানায়, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ম্যানেজ করার কথা বলে আনু চাঁদা নিচ্ছে। আনোয়ার হোসেন আনু নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করে বলেন, বিভিন্ন দলীয় কর্মসূচিতে নিয়মিত লোকজন নিয়ে অংশ গ্রহণ করি। তাই থানা আওয়ামী লীগের নেতারা আমাকে শিমরাইল মোড়ের একটি স্ট্যান্ড দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। চাঁদার টাকা আমি একা নিচ্ছিনা। র‌্যাব, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীদেরও দিচ্ছি। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, থানা আওয়ামী লীগ চাঁদাবাজি করার জন্য কাউকে দায়িত্ব দেয়নি। আনুকে আমি ভাল করে চিনিনা। সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভাব পড়েনি যে কোন চাঁদাবাজ লোক নিয়ে মিটিং মিছিলে আসতে হবে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) এক এম শরফুদ্দিন বলেন, আনু নামে কাউকে চিনিনা। আমাদের হাইওয়ে সীমানার মধ্যে চাঁদা আদায় করতে দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আনু নামে কোন চাঁদাবাজের বিরুদ্ধে থানায় কোন গাড়ি চালক লিখিত অভিযোগ করেনি। চাঁদাবাজির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা