
ডান্ডিবার্তা রিপোর্ট দলীয় সম্মেলনে এক মঞ্চে থাকবেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমানকে। তাদের সাথে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজাবউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান। প্রধান অতিথি নির্ধারিত থাকলেও মেয়র আইভী ও এমপি শামীম ওসমানকে অনুষ্ঠানে কোন স্থানে রাখা হচ্ছে এর মধ্যে কেন্দ্রীয় নেতারা ছঁক তৈরি করতে যাচ্ছে। দলীয় ফোরামের নিদের্শনা মেনেই তাদের যথাযথ স্থানে রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। আগামী ৩১ জুলাই একই দিনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বাস্তবায়নে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত তিন নেতার নেতৃত্বে কমিটি গঠন করতে যাচ্ছে দ্রুত। এখানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রত্যাশী নেতাদের নামও থাকবে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে ইতিমধ্যে প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় নেতারা। সেখানে সফল ছাত্রলীগে দায়িত্বপ্রাপ্তদের অবশ্যই মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে আলোচনা রয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছগির আহম্মেদ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাছুম। তারা দুইজনে এমপি শামীম ওসমানের অনুসারী। সাধারণ সম্পাদক পদে একজনের নাম শুনা যাচ্ছে মেয়র আইভীর সমর্থক বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা জামির হোসেন রনি। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে নাম শুনা গেছে। তারা দুইজনই ছাত্রলীগের সাবেক ও যুবলীগের নেতা। ইতিমধ্যে সভাপতি পদে আলোচনা রয়েছে সাবেক কমিটির সভাপতি জুয়েল হোসেন, তার প্রতিপক্ষ রয়েছে কায়কোবাদ রুবেল। রুবেল রাজনীতি ছাত্রলীগ করেনি বলে জানা গেছে কেন্দ্রীয় সূত্রে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাতিজা হিসেবে পরিচিত। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একক আলোচনায় রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি। আপাতত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে দুইজন আলোচনায় থাকলেও সম্মেলনের আগে সেটা পরিষ্কার হয়ে যাবে বলে জানা গেছে। ইতিমধ্যে সাবেক ছাত্রলীগ নেতা ছাড়া কাউকে প্রত্যাশী প্রার্থী না হতে নিদের্শনা দিয়েছে কেন্দ্রীয় নেতারা। অপরদিকে বিশাল এই সম্মেলনটি কোথায় করা হবে ইতিমধ্যে দুইটি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। শহরের ভিতরে শেখ রাসেল পার্ক ও বাহিরে ওসমানী স্টেডিয়ামে সম্মেলনটি আয়োজনের দিক ছুটছে কেন্দ্রীয় নেতারা। এই দুইটি স্থানই মেয়র আইভী ও এমপি শামীম ওসমানের অধীনে। আগামী ৩১ জুলাই একই দিনে প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে উপজেলা থানা ও ওয়ার্ড কমিটি নেতারা উচ্ছাস প্রকাশ করেছে। বন্দরের ৭, ৮ ও ৯ জুলাই তিনদিনে বন্দর অঞ্চলের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড সম্মেলন এক সপ্তাহ পিছিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে। দায়িত্ব প্রাপ্ত নেতারা অন্য জেলার সম্মেলনে দায়িত্ব থাকায় তারা ওই তারিখে সম্মেলনগুলো পিছিয়ে নেতা হচ্ছে। নারায়ণগঞ্জে একাধিক নেতারা জানিয়েছে, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক চাচ্ছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভিজ্ঞ, শিক্ষিত, পরীক্ষিত নেতাদের হাতে জেলা ও মহানগরের নেতৃত্বে তুলে দিতে। এখানে কে কার লোক সেটা দেখা হবে না। জেলা ও মহানগরের প্রতিটি প্রার্থীর কাছ থেকে জীবন বৃত্তান্ত নেয়া হবে। সেখানে তার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দল সূত্রপাত ও পরীক্ষিত একাধিক বিষয় তুলে ধরা হবে। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা, ফতুল্লা থানা ও তিনটি ইউনিয়নের সম্মেলন করা হয়নি। এগুলো সব জুলাই মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। একই দিনে জেলা ও মহানগর সম্মেলন করতে যাচ্ছে বলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কমিটির বর্ধিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এই সংবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রত্যাশী নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং কাক্সিক্ষত পদের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জ মহানগরের ১-১৮নং ওয়ার্ডের সম্মেলন হলেও কমিটি ঘোষণা দেয়া হয়নি। ৭, ৮ ও ৯ জুলাই তিনদিনে বন্দর অঞ্চলের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর একত্রে ২৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে কেন্দ্রীয় নেতারা। ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ সকল থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। অপরদিকে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে ঠাঁই নিতে ছাত্রলীগ নামধারীদের দৌড়ঝাঁপ শুরু করে। এর মধ্যে দুই প্রভাবশালীর পক্ষ হয়ে ওই সব নেতারা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে। একাধিক কেন্দ্রীয় কমিটি থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের থানা উপজেলা ওয়ার্ড কমিটি সম্মেলন করার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। চলতি বছরের শুরু থেকে বেশ তোড়জোড় করে স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ সদর থানা, নারায়ণগঞ্জ মহানগরের ১০, ১১, ১২নং ওয়ার্ড ২৫ ফেব্রুয়ারি, ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড ২৬ ফেব্রুয়ারি ও ১৬, ১৭, ১৮নং ওয়ার্ড ২৭ ফেব্রুয়ারি সম্মেলন করা হয়। কিন্তু একক প্রার্থী ছাড়া কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। এরপর মার্চ মাসে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯টি ওয়ার্ডের সম্মেলন তিনদিনে করা হয়। সেখানেও শহরের মত মহানগর আওয়ামী লীগের সভাপতিকে প্রধান অতিথি না রাখায় সম্মেলন নিয়ে প্রশ্ন উঠে। এতে রাজনীতি অঙ্গনে উত্তাপ হলেও সম্মেলন থেমে থাকেনি। বন্দর অঞ্চলের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭ জুলাই ১৯, ২০, ২১নং ওয়ার্ড, ৮ জুলাই ২২, ২৩, ২৪নং ওয়ার্ড ও ৯ জুলাই ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের সম্মেলন তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা শেষে তিনি এই তারিখ ঘোষণা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯