
ডান্ডিবার্তা রিপোর্ট বৃষ্টি হলো প্রাকৃতিক সৌন্দর্যের আধার। কিন্তু বৃষ্টি হলেই ডিএনডি প্রকল্পের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে। বৃষ্টি ছাড়াই কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা থাকে সারা বছর। আর সামান্য বৃষ্টি হলে সড়কগুলোর প্রধান যানবাহন হিসেবে ব্যবহৃত হয় নৌকা। দেখে বোঝা মুশকিল সেটি কী? সড়কপথ নাকি নৌপথ! জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যসহ দূষিত পানি মিশে চলাচল অযোগ্য হয়ে পড়ছে। সাধারণ মানুষের এই কষ্টকে আমলে নিয়ে, দীর্ঘদিনের এই সমস্যার ইতি টানতে জাতীয় সংসদে বক্তব্য রাখেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। জলাবদ্ধতা নিরসনে ৫শ’ ৫৮ কোটি ১৯ লক্ষ টাকার একটি বাজেট একনেকে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০১৭ সালে ৮ ডিসেম্বর তৎকালীন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ’র মাধ্যমে সিদ্ধিরগঞ্জে এটি উদ্বোধন করা হয়। তবে শত শত অবৈধ স্থাপনা ছিলো তাই সেখানে যে টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো সে টাকা দিয়ে হচ্ছিলো না। পরে জাতীয় বাজেট থেকে এই প্রকল্পের জন্য ব্যয় বাড়িয়ে মোট ১২শ’ ৯৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু করোনা মহামারির কারণে অনেকটা ধীর গতি হয়ে যায় ডিএনডি প্রকল্প জলাবদ্ধতা নিরসনের কাজ। ফের হতাশা নেমে আসে এমপি শামীম ওসমানের মধ্যে। এছাড়া ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে ৭৮ কিলোমিটার খাল খনন করা হয়, কিন্তু বেশ কয়েকবার এসব খাল আবার ময়লা ফেলে ভরট করা হয়। এতে জলাবদ্ধতা আরও বেড়ে যায়। জানা যায়, অল্প বৃষ্টিতে ফতুল্লার নয়ামাটি, পাগলা পশ্চিমপাড়া (জেলেপাড়া), বৌ-বাজার (ইসলামিয়া বাজার), শাহীমহল্লা, নিশ্চিন্তপুর, উত্তর রসুলপুর, দক্ষিণ রসুলপুর, পূর্ব রসুলপুর, পশ্চিম রসুলপুর, নূরবাগ, আমতলা, শরীফবাগ, মাতুয়াইল মেডিকেল রোড, ভূইঘর, দেলপাড়া, পূর্ব দেলপাড়া, নন্দলালপুর, লামাপাড়া এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। পানি ও ময়লার দুর্গন্ধে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছেন এমপি শামীম ওসমান। স্থানীয় প্রশাসন, সেনাবাহীনিসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভা করেছেন জলাবদ্ধতার নিরসন নিয়ে। ২০২১ সালে জেলা প্রশাসকের জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে মুঠো ফোনের মাধ্যমে যুক্ত করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়েছেন। বিভিন্ন সময়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সশরীরে গিয়ে হাজির হয়েছেন। এদিকে, পবিত্র ঈদুল আজহায় টানা বর্ষণের কারণে ডিএনডি প্রকল্পের ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকা গুলো জলাবদ্ধতাগ্রস্থ মানুষ কষ্ট পোহাচ্ছিলেন। এমতাবস্থায় খবর পেয়ে সরেজমিন ছুটে আসেন সংসদ সদস্য শামীম ওসমান। সেখানে কাজের গতি বাড়ানো জন্য অনুরোধ করেন তিনি। এ সময় তিনি জনগণের পক্ষ হয়ে বলেন ‘জলাবদ্ধতার পানি দ্রুত অপসারণ করা না হলে, প্রয়োজনে গলা পর্যন্ত ময়লা পানিতে নেমে ধর্মঘট করবো’। তাঁর এই কথায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জবাসীর মনে আশার আলো জাগিয়েছে। হয়তো নিঃশেষ হবে দীর্ঘ দিনের এই জলাবদ্ধতা। তাই মানুষ জলাবদ্ধতার মুক্তির একমাত্র প্রতিক এখন একেএম শামীম ওসমান। সবশেষ গত শুক্রবার ময়লা দুর্গন্ধযুক্ত পানি দিয়ে হেটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আশ্বাস দিয়ে এসেছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই এমপি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯