
ডান্ডিবার্তা রিপোর্ট সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা কিংবা থানা কমিটিগুলোর অনুমোদন দিবে জেলা আওয়ামীলীগ। যদিও পৌর কমিটিগুলোও জেলা কমিটির আওতাভুক্ত হলেও অনেক ক্ষেত্রে উপজেলা কমিটিগুলো পৌর কমিটির তদারকি করে। উপজেলা কিংবা থানা কমিটি এক বা একাধিক কমিটির খসড়া কিংবা ভিন্ন ভিন্ন নাম সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার এখতিয়ার জেলা কমিটির থাকলেও এর আগেই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ একটি প্রস্তাবিত কমিটি জেলা কমিটির হাতে জমা দিয়েই পরিচিতি সভা করে ফেলেছেন। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল কমিটির অনুমোদন দেয়ার কারো কাছে আনন্দের হলেও অনেকের মাঝে চলছে শোকের মাতম। উপজেলার দেয়া প্রস্তাবিত কমিটির সদস্য যোজন বিয়োজন করার এখতিয়ার জেলা কমিটি রাখেন সেটাও তোয়াক্তা না করার খেসারত গুণছে উপজেলার প্রস্তাবিত কমিটি থেকে বাদ পড়া ১৮ জন নেতা। লজ্জায় তাদের এখন মুখ লুকানো দায় হয়ে পড়েছে। প্রস্তাবিত কমিটিতে ১৮ জনের যাদের নাম রাখা হয়েছিলো তাদের অধিকাংশই ছিলেন দলের ত্যাগী নেতাকর্মী। আব্দুল হাই ও আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হওয়ার পর থেকে একমাত্র সোনারগাঁয়ের রাজনীতিতেই কেবল তাদের খবরদারী। এর বাহিরে রূপগঞ্জ কিংবা আড়াইহাজারে তাদের কোনো খবরদারী চলে না। এমনকি এই দুটি এলাকার নেতাকর্মীরাও তাদের কাছে ধর্না দেয় না। এদিকে গত বছরের সেপ্টেম্বর মাসে সম্মেলনে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে ৭১ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন করেছে জেলা কমিটি। গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের প্যাডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে সহ-সভাপতি পদে আরো রয়েছেন মো. জহিরুল হক, মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, নজরুল ইসলাম মনি, আলী আকবর, অধ্যক্ষ মো. মোনতাজ উদ্দীন মর্তুজা, মাসুদ রানা মানিক ও নাসরিন সুলতানা ঝরা। এই কমিটিতে অনেক ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের ঠাই হয়নি। যেসব নেতাকর্মীরা ২০০১ সাল থেকে বিএনপি জামাত জোট সরকার আমলে রাজপথে আন্দোলন করেছেন তাদের কারো কারো নাম নামকাওয়াস্তে রাখা হলেও অনেকের নামই ওঠেনি কমিটিতে। এবার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ সরকার আমলে হটাত গজিয়ে ওঠা আওয়ামীলীগ নেতাদের ঠাই হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি থেকে ১৮ জনকে বাদ দিয়ে জেলা কমিটির ইচ্ছেমত ১৮জনকে যোজন করেছে। ওই ১৮ জনের মধ্যে বেশকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মী ছিলেন, যারা রাজপথ থেকে ওঠে আসা কর্মী। এখন তাদের প্রস্তাবিত কমিটিতে নাম রেখে এবং সেই কমিটির পরিচিতি সভায় মুখ উজ্জল করে এবার তাদের মুখ লুকানোর অবস্থা হয়েছে। এসব কারনে উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা এই কমিটিতে প্রত্যাখ্যানেরও ঘোষণা দিয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯