আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৪

সোনারগাঁ আ’লীগ দুই ভাগে বিভক্ত

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদ্য ঘোষিত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে যাদের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে সে সকল সদস্যরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এর আগে উপজেলা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রস্তাব করে জেলা কমিটিতে প্রেরণ করে। জেলা কমিটি সেই প্রস্তাবিত কমিটি থেকে ১৯ জনের নাম যোজন বিযোজন করে নতুন করে কমিটির অনুমোদন দেয়। সেই কমিটি ঘোষনার পরই মুলত দুইভাবে বিভক্ত হয়ে পড়ে উপজেলা আওয়ামীগের কমিটির সদস্যরা। এরমধ্যে একটি বলয় হচ্ছে বর্তমান উপজেলা কমিটির সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাতের। অপর একটি বলয় হলো শামসুল ইসলাম ও কায়সার হাসনাতের বলয় থেকে বাদ পড়ারা। জানাগেছে গত বছরের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এডভোকেট শামসুল ইসলাম সভাপতি, সাবেক এমপি কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদকে সহ-সভাপতি ঘোষণা দেন। সে ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ ৭১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটির নাম প্রস্তাব করে। সেই প্রস্তাবিত কমিটির একটি পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। পরিচিত সভার সকল সদস্যের নাম প্রস্তাব করে তারা জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করে। জেলা আওয়ামী লীগ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জমা দেওয়া কমিটি থেকে ১৯ জনের নাম বাদ দিয়ে নতুন করে ১৯ জনকে সংযোজন করে উপজেলা কমিটির অনুমোদন দেয়। সেই কমিটি অনুমোদনের পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। সেই কমিটিকে সরাসরি প্রত্যাখ্যান করে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত। এ কমিটিকে একটি পকেট কমিটি বলে অবহিত করে। সেই কমিটির প্রতিক্রিয়া জানতে এডভোকেট শামসুল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কায়সার জানান, উপজেলার ত্যাগী নেতাদের নিয়ে আমরা ৭১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা তৈরী করে জেলা আওয়ামীলীগের কাছে প্রেরণ করেছিলাম। জেলা সেই কমিটি পরিবর্তন করতে চাইলে নিয়মানুযায়ী আমাদের সাথে আলাপ আলোচনা করে কমিটি নতুন করে তৈরী করতে পারে কিন্তু জেলা কমিটি আমাদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে তারা তাদের মন মতো ত্যাগীদের বাদ দিয়ে নতুন লোকদের নিয়ে কমিটির অনুমোদন দিয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী। তারা আরো জানান, প্রয়োজনে তারা কমিটি পবির্বতন করতে কেন্দ্রের কাছে যাবেন। এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত শহীদ বাদল জানান, সোনারগাঁ উপজেলা যে কমিটি জমা দিয়েছিলো সেখানে অনেক পরিচিত ও নবীন ছিল। আমরা সেটাকে ঠিক রেখে কিছু অপরিচিত ও নবীনকে বাদ দিয়ে নতুন করে কমিটির অনুমোদন দিয়েছি। উপজেলা কমিটির সাথে সমন্বয় করে করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান তারা যা সঠিক মনে করেছে সেটি করেছে আর আমরা তাদেরটা ঠিক রেখেই কিছু পরিবর্তন করেছি। কমিটি যে কিছু পরিবর্তন হবে সেটা তারাও জানতো। তিনি জানান, আমরা সাংবাদিকদের মাধ্যমেই কমিটি ফ্লাস করেছি। এখানে কোন লোকোচুরি করা হয়নি। এদিকে জেলা কমিটি সোনারগাঁ উপজেলা কমিটি ঘোষণার পর বিভক্ত হয়ে পড়েছে কমিটির সদস্য। প্রথম দিকে যাতে কমিটিতে নেওয়া হয়েছিল তাদের বেশিরভাগ ছিলেন অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও কায়সার হাসনাতের অনুসারী। অপরদিকে নতুন করে যারা অর্ন্তভুক্ত হয়েছেন তারা অনেকে রয়েছেন কালাম ও অন্য নেতার পন্থী। ফলে নতুন কমিটি অনুমোদনের পরই একপক্ষ চাচ্ছেন নতুন কমিটিতে আবার নতুন করে যোজন বিযোজন করা আর যারা নতুন করে কমিটিতে অর্ন্তভুক্ত হয়েছেন তারা চাচ্ছেন জেলা কমিটির অনুমোদিত কমিটিই বহাল থাকুক। নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা উপজেলার নেতাদের অবজ্ঞা করেই জেলা আওয়ামীলীগের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ঝা জানাতে প্রতিদিনই ভীড় করছেন তাদের বাসবভনে। ফলে বিভক্তির কারণে আগামী দিনে আন্দোলন সংগ্রামে উপজেলা আওয়ামীলীগ কতোটা ভুমিকা রাখতে পারবে সেটা দেখার জন্য তাকিয়ে আছেন তৃনমুল নেতা কর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা