আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৬

আবার থমকে গেল যুবদলের কমিটি

ডান্ডিবার্তা | ১০ জুলাই, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি কয়েকদিনের মধ্যে আসছে বলে ছড়ানো খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। কমিটি নিয়ে এ খবর ছড়িয়ে কেউ কেউ এর ফায়দা নিতে চাচ্ছেন বলে ধারণা নেতাদের। দলের কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছেন, চলতি মাসে তারুণ্যের সমাবেশের আগে জেলা যুবদলের কোন কমিটির কাজেই হাত দেবেনা কেন্দ্র। ইতোমধ্যে বিভিন্ন বিভাগে তারুণ্যের সমাবেশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে এখন আর জেলা যুবদলের কমিটিতে হাত দিচ্ছেনা কেন্দ্র। দলের একাধিক সুত্র জানায়, দলের জেলা যুবদলের একটা অংশের নেতৃত্ব দেয়া নেতারা কমিটির খবর ছড়িয়ে ফেসবুকে প্রচার প্রচারণা করে নিজেরা একদিকে আলোচনায় থাকতে চাইছেন আরেকদিকে নেতাকর্মীদের কাছ থেকে অর্থ আদায় করছে। কমিটি ঘোষণা হয়ে যাবে বলে ছড়িয়ে এ কমিটি আনতে টাকা লাগবে বলে প্রচার করে নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করার খবরও পাওয়া গেছে। এদিকে জেলা যুবদলের কমিটিতে পদ প্রত্যাশী রয়েছেন একাধিক বলয়ের ডজনখানেক নেতা। তাদের অনেকেই স্থানীয় নেতাদের মাধ্যমেও কেন্দ্রে পদ পেতে করছেন লবিং তদবির। এদের অনেকে ভাংছেন মোটা অংকের টাকাও। দলীয় কেন্দ্রীয় সুত্র জানায়, কমিটি নিয়ে যেহেতু কেন্দ্র থেকে কিছু বলা হয়নি তাই এখানে টাকা নেয়ার তো প্রশ্নই উঠেনা। কেউ কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থে এসব খবর ছড়িয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চাইছে। যেহেতু তারুণ্যের সমাবেশ ও দলের ঢাকায় সমাবেশ নিয়ে কেন্দ্র এখন ব্যস্ত সময় পার করছে ্তাই এই মুহুর্তে কমিটি নিয়ে সময় দিতে পারছেন না তারা। তবে আগামী মাসের যেকোন সময় কমিটির কাজে হাত দেবে কেন্দ্র।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা