
ডান্ডিবার্তা রিপোর্ট দিন যাওয়ার সাথে সাথে ঘনিয়ে আসছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীরাও সরব হতে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদেরকে নানাভাবে জাহির করে যাচ্ছেন। তবে নারায়ণগঞ্জে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী দেয়া। আর এই নৌকা প্রতীকের প্রার্থীতার দাবিতে দীর্ঘদিন ধরে নৌকা প্রতীক ছাড়া থাকা সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারও তাদের দাবিতে সবর হয়েছেন। কিন্তু এই সবর হতে গিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেরই আবির্ভাব ঘটছে। সেই সাথে নিজেদের মধ্যে পক্ষ বিপক্ষ মত তৈরি হচ্ছে। যা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সম্ভাব্য প্রার্থীকে সুবিধাজনক অবস্থান করে দিচ্ছে। সেই সাথে সবশেষ জাতীয় পার্টির প্রার্থীকেই নির্বাচনে মাঠে থাকার সুযোগ করে দেয়া হতে পারে। সূত্র বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে হিসেবে দিন যাওয়ার সাথে সাথে ঘনিয়ে আসছে এই জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁ আসনে আওয়ামী লীগের অনেক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। সেই সাথে এই আওয়ামী লীগ দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকভাবে বিভক্ত অবস্থায় রয়েছেন। আর এই বিভক্তি শেষ পর্যন্ত সংসদ নির্বাচন পর্যন্ত গড়াতে পারে। এরই মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় সরব রয়েছেন সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দিপ ও মোশারফ হোসেন। এছাড়াও আরও প্রায় ৮ থেকে ১০ জনের মনোনয়ন চাওয়ার সম্ভাবনা রয়েছে। এসকল মনোনয়ন প্রত্যাশীরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় নিজেদের জাহির করার লক্ষ্যে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। সেই সাথে তাদের এই মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করেই সোরারগাঁ আওয়ামী লীগ কয়েকভাবে বিভক্ত অবস্থায় রয়েছেন। যদিও সোনারগাঁ আওয়ামী লীগসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা অনেকদিন ধরেই নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকা প্রতীকের দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ নারায়ণগঞ্জ সদর ও সোনারগাঁ নৌকা প্রতীকের এমপি না থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। সেখানকার আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সে অনুযায়ী সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা দেখাতে পারছে না। বরাবরই তাদের নানা বিভক্তি পরিলক্ষিত হচ্ছে। বিপরীতে সোনারগাঁ আসনে এখন পর্যন্ত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা একক প্রার্থী হিসেবেই মাঠে রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই তার সংসদীয় এলাকায় চষে বেড়াচ্ছেন। এলাকার জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের উন্নয়ন কর্মকা- প্রচার করে বেড়াচ্ছেন। সেই সাথে টানা দুই মেয়াদ ধরে সংসদ সদস্য পদে দায়িত্ব পালন করার পর এবার তৃতীয় মেয়াদেও তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আর এই সুযোগটি করে দিচ্ছেন স্বয়ং সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন লড়াইয়ে এখানে অনেকেই রয়েছেন। যারা সহজে একে অপরকে ছাড় দিতে রাজি না। আর এ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগও বিরক্তি প্রকাশ করে আসছেন। এদিকে, ২০১৯ সালে ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। তখন কমিটিতে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে আহবায়ক ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে যুগ্ম আহবায়ক করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবুকে নতুন কমিটিতে সদস্য করা হয়। কিন্তু এই কমিটি নিয়ে সোনারগাঁ আওয়ামী লীগে বিরোধ সৃষ্টি হয়। তা নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়। স্থানীয় আওয়ামী লীগে অনেক ঘটনা ঘটে যায়। জেলা আওয়ামী লীগের নেতাদেরও হেনেস্তার শিকার হতে হয়। তারপর ২০২১ সালের ২৩ মার্চ পূর্বে ঘোষণা করা আহ্বায়ক কমিটিকে পূর্ণ বিন্যাস করে এ কমিটিতে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই ও সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল। সবশেষ গত বছরের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মধ্য দিয়ে সোনারগাঁ আওয়ামী লীগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেদিন সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সাজসাজ রবরব অবস্থা বিরাজ করলেও বাধসাধে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির বক্তব্যে। সেদিনের সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সামনে নৌকা প্রতীকের জোরালো দাবি তুলেন। আর সেই দাবির প্রেক্ষিতে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, আপনারা নৌকার মনোনয়ন মনোনয়ন করেন, আমরা প্রার্থী দিলাম আপনারা বিভক্তি হয়ে নৌকা ডুবানোর নজির স্থাপন করলেন। আবার নৌকা দিবো আপনার নিজেদের মধ্যে ভেদাভেদ করে নৌকা ডুবাবেন তার চাইতে সোনারগাঁয়ে জাতীয় পার্টিই ভালো। জোটের একটা কোঠা পূরণ হবে। তার এই বক্তব্যের পরই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পথ অনেকটাই পরিষ্কার হয়ে রয়েছে সেটা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। সবমিলিয়ে সবকিছু ঠিক থাকলে আগামী সংসদ নির্বাচনেও হয়তো লিয়াকত হোসেন খোকা সুযোগ পেয়ে যাবেন। তার জন্য এই আসনটিকে আওয়ামী লীগ ছেড়ে দিবে। যদিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা এখনই হাল ছেড়ে দিচ্ছেন না। তারা নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় সংশ্লিষ্ট এলাকাজুড়ে সরব রয়েছেন। সেই সাথে তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। তবে সে অনুযায়ী তারা ঐক্যবদ্ধ হতে পারছেন না। কমিটি গঠনের প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তিন সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ রূপ দিতে পারছেন না। বরং কমিটি নিয়ে তারা কয়েকদিন পরপরই নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯