
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক যাচাই বাছাই করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, তৃণমূল নেতা কর্মীরা অনেক এলাকায় স্থানীয়দের মাঝে মিষ্টিও বিতরণ করেছে। এদিকে উপজেলা আওয়ামীলীগের কয়েকজন র্শীষ নেতার দাবি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনগড়া মত কমিটির অনুমোদন দিয়েছে। জানা যায়, গত ৫ মে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীরে প্রস্তাবিত কমিটি তালিকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়ার পর সে তালিকা মাঠ পর্যায়ে অনেক যাচাই বাছাই করে বিভিন্ন অভিযোগে প্রস্তাবিত কমিটির ১৮ জন ব্যক্তিকে বাদ দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে ঐসব পদে ১৮ জন ত্যাগী নেতাদের অন্তভূক্ত করে গত ৪ জুলাই জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদলের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রস্তাবিত কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে ত্যাগী নেতাকর্মীদের অন্তভূক্ত করায় আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যারা এই কমিটিতে পদপদবী পেয়েছে তাদের ছবি ও পদবী উল্লেখ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেজবুক, স্থানীয় পত্রিকায় ও অনলাইন নিউজ পোটালে বিভিন্ন শুভেচ্ছা দিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেন, আমরা অনেক যাচাই বাছাই করে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য ব্যাপক ভূমিকা রাখবে। যারা শুধু দলের জন্য মাঠে থেকে কাজ করেছে ঐসব ত্যাগী নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তভূক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে সু-নিদিষ্ট অভিযোগ রয়েছে এবং দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের নাম পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। যাদেরকে বাদ দেয়া হয়েছে তারা হলেন হাইব্রিড নেতা, সন্ত্রাসী কাজে জড়িত, বিতর্কিতদের এই কমিটিতে রাখা হয়নি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯