আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৫

জনতার রোষানলে এমপি বাবু

ডান্ডিবার্তা | ১১ জুলাই, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ড্রেজার বসাতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এলাকাবাসীর অনিচ্ছা সত্ত্বেও ড্রেজার বসাতে জোর করায় বাকবিত-ার এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী এমপি বাবু ও তার লোকজনকে ধাওয়া দেয় বলে জানা গেছে। এসময় নজরুল ইসলাম বাবু’র সাথে থাকা কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। আড়াইহাজার খাগকান্দা ইউনিয়নের কাকইমোড়া ও শান্তিরবাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। কাকাইমোড়া এলাকার বাসিন্দারা জানান, ড্রেজার বালু উত্তোলন শুরু হলে গ্রামের পর গ্রাম নিশ্চহ্ন হওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু গ্রামবাসীর মতামতকে গ্রাহ্য না করে খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাকইমোড়া আজগর চেয়ারম্যানের বাড়ির সাথে ভাই ভাই রাইস মিলের পাশ দিয়ে বালু উত্তোলনের জন্য ড্রেজার বসানো হয়। এলাকাবাসী এই ড্রেজার বসানোর শুরু থেকেই আপত্তি তুলে আসছিল এবং ড্রেজার বসাতে বাধা দিচ্ছিল। এইখানে ড্রেজার বসিয়ে পাশে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের লায়ন বাবুলের এলাকায় বালু উত্তোলন করতে না পারায় তারা নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুকে খবর দেয় শুক্রবার মাগরিবের সামান্য আগে খাগকান্দা ইউনিয়নের ড্রেজার বসানোর জায়গায় আসেন এমপি বাবু। তিনি এলাকাবাসীর পক্ষে কথা না বলে উল্টো ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পক্ষে মত দেন। এতে ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসী। কিন্তু এরপরেও এলাকাবাসীর মধ্যে মনির, মঞ্জুসহ অন্যান্যদের ড্রেজার বসাতে দিতে গালিগালাজ শুরু করে। এরপরেই এলাকার জুলহাস মেম্মার, লোকমান মেম্বারসহ অন্যান্যদের সাথেও বাজে ব্যবহার করেন তিনি। এছাড়া স্থানীয় না মনে করে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে মারধরও করেন তিনি। তখন বাকবিত-ার একপর্যায়ের এলাকার ৫/৭’শ লোক ধাওয়া দেয় এমপি বাবুকে। এ সময় এমপি’র সাথে থাকা লোকজনদেরকেও মারধর করে এলাকাবাসী। উত্তেজিত জনতার রোষানলের মুখে স্থানীয় আওয়ামীলীগ নেতা জয়নালের বাড়িতে আশ্রয় নেন এমপি বাবু। পরবর্তীতে সেখানেও এলাাকাবাসীর উত্তেজনা দেখা দিলে তিনি স্থানীয় শান্তিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে তিনি এশার নামাজের পরপর ওই এলাকা ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা বাবুল সাংবাদিকদের জানান, এই এলাকায় ড্রেজার বসালে গ্রামবাসীর কি কি ক্ষতি হবে তা এলাকার লোকজন এমপি সাহেবকে বুঝানোর চেষ্টা করেছেন। তিনি গ্রামবাসীর পক্ষে কথা না বলে উল্টো ড্রেজার বসাতেই মরিয়া হয়ে উঠেছে। এলাকার মুরুব্বিদের গালিগালাজ করে ড্রেজার বসাতে চাপ প্রয়োগ করেছেন। পরে মানুষজন উত্তেজিত হয়ে পড়লে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন। খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সাংবাদিকদের বলেন, নদী খননের জন্য সম্প্রতি নাকি সিডিউল হয়েছে। সিডিউল হয়ে থাকলেতো নদীর শুরু (তিনগাঙের মুখ বটলতলা) থেকে কেটে কেটে শেষ পর্যন্ত (গোপালদী বাজার) পর্যন্ত যাওয়ার কথা। কিন্তু আমাদের গ্রামে এসে পাশের বারদী ইউনিয়নের বাবুল চেয়ারম্যান, জজ মিয়া মেম্বার, চেঙ্গাকান্দি ইউনিয়নের ইসমাইল মেম্বারসহ বেশ ক’জন ড্রেজার বসায়। তারা এখান থেকে বালু কেটে পাশের বাবুল চেয়ারম্যানের ১০ বিঘা জমিতে পাইপ টেনে বোঝাই করার প্ল্যান করে। আর এই কাজের উদ্বোধন গতকাল এমপি সাহেবকে দিয়ে করাতে চেয়েছিল। এলাকাবাসী বলেছে, এভাবে মাঝখান থেকে তো বালু কাটার কথা না। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বালু কাটা হবে আমাদের এখান থেকেও তো ওই নিয়মেই হবে। এটা নিয়ে উত্তেজনা তৈরি হয়। গত শুক্রবারের ঘটনার পর গত শনিবার এমপি বাবু আমাদের গ্রামবাসীকে তার সাথে দেখা করতে ডেকেছেন। আমাদের একটাই কথা, গ্রামের ফসলি জমি, বাড়ি-ঘরের ক্ষতি করে এইভাবে বালু কাটা যাবেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা