আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১০

সোনারগাঁ আ’লীগ নিয়ে অসন্তুষ

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৩ | ৯:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সম্মেলনের ৯ মাস পর বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৪ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল কমিটির অনুমোদন দেন। এ কিমিটিতে কায়সার হাসনাত সাধারণ সম্পাদক হয়েছেন এবং তার নিজ ইউনিয়ন মোগড়াপাড়া থেকে আরও ১৩জনকে গুরুত্বপূর্ন পদে রেখেছেন। তার পরেও কায়সার হাসনাত বিভিন্ন ভাবে এই কমিটি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন। এই কমিটিতে অনিয়ম হয়েছে বলে কেন্দ্রের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। জানা গেছে, এ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এতে ৯জনকে সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ জনকে বিভিন্ন সম্পাদক পদে রাখা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে ১ নম্বরে রেখে ৩৫জনকে করা হয়েছে সদস্য। উপজেলা আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীসহ দলের বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলছেন, ঘোষিত কমিটি এককেন্দ্রিক হয়েছে। বেশিরভাগই সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের ইউনিয়নের। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাঁর ইউনিয়নের সদস্য ও আত্মীয়স্বজন রয়েছেন। দলীয় সূত্র জানায়, নতুন কমিটিতে সাধারণ সম্পাদক কায়সারসহ তাঁর পরিবারের ৭জন আতœীয়সহ ১৩ জন গুরূত্বপূর্ন পদে রয়েছেন। সম্পর্কে তার চাচা মো. আশরাফুজ্জামানকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আগের আহবায়ক কমিটিতে তিনি সদস্য ছিলেন। তার আরেক চাচা মোস্তফা কামাল নিলু আগের কমিটিতে কোনও পদে না থাকলেও হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক। সম্পর্কে কায়সার হাসনাতের বিয়াই দুই সহোদর জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম আগের কমিটিতে সদস্য থাকলেও করা হয়েছে সাংগঠনিক সম্পাদক ও মাহাফুজুর রহমান কালাম আগের কমিটিতে কোনও পদে না থাকলেও করা হয়েছে ১নাম্বার সদস্য। নতুন কমিটিতে সদস্য হয়েছেন কায়সার হাসনাতের আরেক চাচা মনির হোসেন ও ভাতিজা এরফান হোসেন দীপ। চাচা হওয়ায় আরিফ মাসুদ বাবু আগের কমিটিতে সদস্য থাকলেও করা হয়েছে ৫নাম্বার সদস্য। এছাড়াও তার অনুসারী হিসেবে জায়গা পেয়েছেন রফিকুল ইসলাম নান্নু, অ্যাড. হুমায়ুন কবির, রাসেল মাহামুদ, হাজী সোহাগ রনি ও মাহামুদা আক্তার ফেন্সী। জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা