
ডান্ডিবার্তা রিপোর্ট আজ বুধবার ঢাকার কর্মসূচি পালন করার জন্য সর্বাত্বক প্রস্ততি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই ঘোষনা দিয়েছেন ১২ জুলাই ঢাকায় সমাবেশ করে এক দফার কর্মসূচি ঘোষনা করবেন। তারা তত্বাবদায়ক সরকারের দাবিতে সরকার পতনের এই এক দফা কর্মসূচি ঘোষনা করবেন। সারা দেশে শুরু হবে সরকার পতনের আন্দোলন। তাই সারা নারায়ণগঞ্জ জেলা জুরে বিএনপি সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করেছেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা রাতদিন একাকার করে মাঠে নেমেছেন সমাবেশ সফল করার জন্য। এদিকে এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এবার ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ঢাকার সমাবেশে যাওয়ার পথে বাধা দিলে তা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। একেবারে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত প্রস্তুতি চলছে। আশা করি নারায়ণগঞ্জ জেলা থেকে এবার সবচেয়ে বড় মিছিল নিয়ে যোগ দেবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলায় আমরা অতীতের যেকোন সময়ের চেয়ে সাংগঠনিক ভাবে সবচেয়ে বেশি শক্তিশালী। জেলা সব কয়টি ইউনিট কমিটি আরো আগেই আমরা করতে সক্ষম হয়েছি। নারায়ণগঞ্জ জেলায় মোট ৪৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আমরা সব কয়টি ইউনিয়নের সব কয়টি ওয়ার্ড কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। প্রতিটি ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা ৫১ জন। এছাড়া অধিকাংশ ইউনিয়ন কমিটি এবং সব কয়টি থানা ও পৌর কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। এরই মাঝে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনও সম্পন্ন করেছি। তাই সারা জেলায়ই বিএনপির নেতাকর্মীরা এখন উজ্জীবিত। ফলে আমরা হাজার হাজার নেতাকর্মীর মিছিল নিয়ে এবারের সমাবেশে যোগ দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা জানেন এরই মাঝে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন আগামী কালই তত্বাবদায়ক সরকারের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষনা আসবে। আর আন্দোলন হবে শান্তিপূর্ণ। তাই আন্দোলনের জন্যও আমরা প্রস্তুত রয়েছি। ঘোষনার পর প্রত্যেকটি কর্মসূচি আমরা সুশৃংখল ভাবে পালন করবো ইনশাআল্লাহ। এবারের আন্দোলনে জনগনও সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। আমরা ১২ জুলায় দুপুর একটায় নটরডেম কলেজের সামনে জরো হবো এবং সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবো ইনশাআল্লাহ। একই রকম প্রতিক্রিয়া ব্যাক্ত করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন এখন সারা দেশের মানুষের দাবি আর এ দেশে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের দাবি সারা গণতান্ত্রিক বিশ্বের। তাই আমরা মনে করি সরকারের উচিৎ এখনই তত্বাবদায়ক সরকারের দাবিটি মেনে নিয়ে দেশে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের ব্যাবস্থা করা। অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমরা মহাসমাবেশে যোগ দেয়ার জন্য সর্বাত্বক প্রস্তুতি সম্পন্ন করেছি। ঢাকায় বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে আমরা জরো হবো এবং সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশ যোগ দেবো ইনশাআল্লাহ। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর সেন্টু বলেন, আমরাও ১২ জুলাইয়ের সমাবেশকে সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওই দিন আমরা বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবো ইনশাআল্লাহ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক খন্দকার ইসলাম বলেন, দেশের মানুষের সকল প্রকার অধিকার কেড়ে নিয়ে বছরের পর বছর ধরে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এই সরকার। এ দেশের মানুষের কোনো রকম মানবাধিকার নেই। মানুষ ভোট দিতে পারে না, ন্যায় বিচার পায় না। সরকার ইচ্ছে মতো সব কিছুর দাম বাড়িয়ে দেশবাসীকে একেবারে পঙ্গু করে দিচ্ছে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছে সারা দেশের মানুষ। তাই এই সরকারকে আর সময় দেয়া যায় না। আজ যে আন্দোলনের ঘোষনা দেবে আমরা সেই আন্দোলনে ঝাপিয় পরবো ইনশাআল্লাহ। এবার এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ১২ জুলাইয়ের সমাবেশ সফল করার জন্য ব্যাপক ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমরা। থানা বিএনপির সভাপতি এবং সাধারন সম্পাদক প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটিকে নিয়ে সমাবেশে যোগ দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঢাকায় গিয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সমাবেশে যোগ দেবো। আমরা মনে করি তত্বাবদায়ক সরকারের দাবি না মানলে এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ঢাকার সমাবেশ থেকে যে একদফার কর্মসূচি ঘোষনা করা হবে সেই কর্মসূচি আমরা সফল ভাবে পালন করবো ইনশাআল্লাহ। আশা করি এবারের আন্দোলনে দেশের মানুষ সম্পৃক্ত হবে এবং অল্প সময়ের মধ্যেই এই সরকারের বিদায় ঘটবে ইনশাআল্লাহ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯