আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৬

বন্দরে নাসিকের রাস্তা দখল

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৩ | ৯:৫১ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে নাসিকের রাস্তা দখলের হিরিক, মেয়রের কঠোর নির্দেশ উপেক্ষিত। কোনভাবেই যেন তা বন্ধ হচ্ছে না। দেখার যেন কেউ নেই। সিটি কর্পোরেশনের বন্দরের প্রধান সড়কগুলো অবৈধ দখলদারদের কবলে। নাসিক কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতায় জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। নাসিক ২৩নং ওর্য়াডের শত ফুট চওড়া রাস্তার এক পাশ বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য করছে এলাকার একটি চক্র। তারপর আবার রাস্তার উপর অবৈধভাবে গড়ে তুলেছে অটোরিকশা স্ট্যান্ড। বন্দরের পূর্ব ও দক্ষিণাঞ্চলের লক্ষাধিক গার্মেন্ট শ্রমিকসহ ২/৩ লাখ জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক বন্দর ১নং খেয়াঘাট। ব্যস্ততম এ সড়কের প্রবেশমুখ বন্দর বাজার থেকে শুরু করে পর্যন্ত রাস্তার এক পাশ দখল করে কাঁচাবাজার বসিয়েছে। বন্দর বাজার তিন রাস্তার মোড়ে জন চলাচলের রাস্তার উপর অবৈধ অটোরিকশা স্ট্যান্ড। সিটির অনুমতি ছাড়া নিজেদের মনগড়া মত অটোরিকশা স্ট্যান্ড করেছে। যেখানে প্রায় শতাধিক গাড়ী রয়েছে। তার উপর আবার সেই সড়কেই বন্দর ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত কাঁচাবাজার বসিয়েছে। সূত্র মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে সড়কের এক পাশ অবৈধভাবে দখল করে পসরা বসিয়ে প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ৬০ থেকে ৮০ টাকা আদায় করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ। বিভিন্ন পসরা বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সরজমিন গিয়ে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দর ১নং খেয়াঘাট এলাকা সম্প্রতি উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিসি। বন্দর ১নং খেয়াঘাট এলাকা অবৈধ দখলমুক্ত হলেও ফায়ার সার্ভিসের অফিস থেকে শুরু করে বন্দর বাজার পর্যন্ত রাস্তা দখল করে পসরা সাজিয়ে দোকান দিয়ে বসেছে বিভিন্ন প্রকার কাঁচা তরকারি, ফলসহ নানা ব্যবসা। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দরবাসী শীতলক্ষ্যা নদী পশ্চিম পাড় হয়ে শহরে চলাচলের প্রাণকেন্দ্র বন্দর ১নং খেয়াঘাট। নারায়ণগঞ্জের সঙ্গে যোগাযোগ রাখতে এ ঘাট দিয়ে শহরমুখী হয় মানুষ। বন্দর বাজারে অবৈধ দোকানপাট গড়ে উঠায় তীব্র যানজটে পড়ে সিএনজি, অটো ইজিবাইক, মিশুক ও অটোরিকশাসহ নানা যানবাহন। এলোমেলো দীর্ঘ যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এদিকে নাসিক ২৩নং ওর্য়াডের সামছুল করিম চেয়ারম্যান (সাবেক) বাড়ি সংলগ্ন হতে কলেজ পর্যন্ত রাস্তা অবৈধ ভাবে দখল করে ইট, বালু, পাথরের ব্যবসা করছে সোহেল নামের এক ব্যবসায়ী। সিটি করপোরেশন বন্দর শাখা অফিস হতে তালতলা স্কুল পর্যন্ত শতকোটি টাকার সড়ক অবৈধভাবে দখল করে রেখেছে। মসজিদের নামে তোলা হচ্ছে টাকা। দানের টাকায় আল্লাহর ঘর চলে, চাঁদাবাজির টাকা দিয়ে মসজিদ চলে না বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান। এ বিষয়ে রোটারিয়ান কমল খান বলেন, বন্দর প্রেসক্লাবের সামনে যে অটোরিকশা স্ট্যান্ড ও রাস্তার উপরে কাঁচা বাজার কেন? বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। রাস্তাটি ডাবল লাইন। গুরুত্বপূর্ণ কোটি টাকার রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠেছে অটোরিকশা স্ট্যান্ড। যেখানে প্রায় শতাধিক গাড়ী রয়েছে। তারপর আবার সেই রাস্তার উপর অবৈধভাবে চলছে কাঁচা বাজার। জনগণের চলাচলের ব্যাস্ত সড়কের এমন চিত্র স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সিটি কর্তৃপক্ষের দৃষ্টিতে কেন পড়ে না তা বুঝতে পারি না। জনদূর্ভোগ লাগবে বন্দর বাজারের অটোরিকশা স্ট্যান্ড, রাস্তায় প্রকাশ্য চাঁদাবাজি, রাস্তার উপর অবৈধ কাঁচা বাজার সহ বিভিন্ন পসরা উচ্ছেদ করার জন্য থানা প্রশাসনসহ সিটি কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতা কমল খান। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা বলেন, বিষয়টি আসলে দুঃখজনক। রাস্তাগুলো অবৈধ দখলে। বিষয়টি সিটি কর্তৃপক্ষকের ব্যবস্থা নেয়া উচিত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা