আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৬

আলোচনায় স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন

ডান্ডিবার্তা | ১২ জুলাই, ২০২৩ | ১০:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অতি সন্নিকটে থাকায় এখন সর্বত্র জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। এই নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠন গুলো ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে। কেননা আগামী নির্বাচনের আগে সকল মেয়াদোত্তীর্ণ কমিটি সহ যেখানে কমিটি নেই সেখানে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে খোদ দলীয় সভানেত্রী। জেলা ও মহানগর আওয়ামীলীগের তৎপরতা কম থাকলেও ১৯ মাস নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি বিহীন থাকলেও সকল জল্পনা কল্পনা কাটিয়ে আগামী ৩১ জুলাই জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। ইতোমধ্যে এই সম্মেলন ঘিরে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন হয়েছে। কিন্তু এই কমিটিতে কারা আসছে তা নিয়ে আলোচনা তৈরীয় হয়েছে। কেননা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে আসার জন্য একঝাক নেতৃবৃন্দ নেতা কর্মীদের সক্রিয় রেখে কাজ করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে দীর্ঘদিন নানা চড়াই উতড়াই অতিক্রম করে প্রায় দেড় বছরের ও বেশির সময়ের পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলকে কেন্দ্র করে সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ ব্যপক প্রস্তুতি নিতে শুরু করেছেন। একই সাথে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী নড়ে চড়ে বসেছেন। সম্মেলনের তারিখ ঘোষণার পর স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশী নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সেই সাথে পদপ্রত্যাশী নেতারা এখন থেকে নিজেদের মত করে জোরালো ভাবে দৌরঝাপ করছেন। তাছাড়া জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি সংগঠনের গতি ফিরবে বলে প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। কারা আসছেন সংগঠনের নতুন নেতৃত্বে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রতিনিয়ত কৌতুহল বাড়ছে। জানা যায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন রূপগঞ্জ, সোনারগাঁ ও ফতুল্লা থানা শাখার সম্মেলন এখনো হয়নি বলে জানা গেছে। এগুলো সব জুলাই মাসের মধ্যে গঠন করেত দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সকল ইউনিট কমিটি গঠন শেষে চলতি মাসের ৩১ জুলাই সম্মেলনের মাধ্যমে যোগ্যতা যাচাই বাছাই করে আসছে জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে নতুন নেতৃত্ব। খোঁজ নিয়ে জানাযায়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন, আগামী ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। গত ৯ জুলাই রাতে ৩১ সদস্যের এই কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। কমিটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকালীন বিলুপ্ত কমিটির আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ ও যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকনকে আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে মোস্তাফিজুর রহমান মাসুম, ছগীর আহমেদ, জামির হোসেন রনি, আমির হোসেন, আল আমিন, শফিউল বাসার বাবু, আরিফুর রহমান রবিন, ইসমাইল হোসেন, ফয়সাল কবির, আব্দুল আলী, শেখ মাসুম, আমিনুল হক খোকন। মেহেদী হাসান বাবেল, মাশরুফ মিনহাজ, শামসুজ্জামান শামসু, আসিফ আহমেদ আনিস, ফারুক হোসেন, মাহমুদুল হক দুলু, মাহমুদুল হাসান দুলাল, রফিকুল ইসলাম রফিক, রানা আহমেদ রবি, মো. শরীফ হোসেন সানি, সুমন প্রধান, সোহাগ রনি, ইব্রাহিম খলিল জয়, শামসুল হক শফিকুল ইসলাম শাকিল সওদাগর, জুয়েল হোসেন খান শহীদুল ইসলাম সজীব। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দকে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সম্মেলন সফল করতে প্রয়োজনীয় উপ-কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে। অপর দিকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে রয়েছে, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন দুলাল প্রধান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, তাহের উদ্দিন সানি, কায়কোবাদ রুবেল, সিব্বির আহমেদ, শফিকুল ইসলাম শফিক, মানিক শেখ, রফিকুল ইসলাম জয় সহ ৩১ জনের সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। উল্লেখ্য ২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। এতে আহবায়ক করা হয় নিজামউদ্দীনকে এবং যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হোসেন, আব্দুল মতিন মন্টু, গোলাম কিবরিয়া খোকন ও শাহাজাদা প্রধান বাবুলকে। ২০২২ সনের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা এবং নাসিক সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা