আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

দুই দলেরই নির্বাচনী খেলা শুরু!

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৩ | ৯:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক মঞ্চে ঘুরছে ‘খেলা হবে’ শ্লোগানটি। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে মুখরিত হয়ে উঠছে এই শ্লোগানটি। আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান প্রথমে নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক সমাবেশে এই শব্দ দুটি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘কারে খেলা শেখান? আমরা তো ছোটবেলার খেলোয়াড়। খেলা হবে’। এরপর ভারতের পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পায় ‘খেলা হবে’ শ্লোগানটি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত জুলাই মাসে প্রথম ‘খেলা হবে’ শ্লোগানটি উচ্চারণ করেন। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে মুখে ঘুরছে এ শ্লোগানটি। বিভিন্ন সভা-সমাবেশে ধারাবাহিকভাবে ‘খেলা হবে’ শ্লোগানটি দিয়ে যাচ্ছেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৪ মাস বাকি থাকলেও বিভাগীয় পর্যায়ে সমাবেশ শুরু করেছে রাজপথের বিরোধী দল বিএনপি। বাধা-বিপত্তি উপেক্ষা করে সমাবেশগুলোতে নিজেদের শক্তির জানান দিচ্ছে দলটি। এসব সমাবেশে বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে উপস্থিত জানান দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। প্রায় ১৬ বছর ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা সমাবেশ থেকে উজ্জীবিত ও চাঙা হচ্ছে। এরই মধ্যে বিএনপি সরকারকে ১০ ডিসেম্বরের আলটিমেটামও দিয়েছে। বিএনপির নেতারা বলছেন, ‘১০ ডিসেম্বর থেকে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নির্দেশে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছে দলটি। বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের নতুন রূপরেখা দেবে বিএনপি। আর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এ কথায় অনড় আওয়ামীলীগও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠের খেলা অস্বাভাবিক হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তাদের মতে, দিন যতই গড়াচ্ছে ততই গরম হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন। দেশের রাজনীতিতে বর্তমানে বাগযুদ্ধ চলছে। বিএনপির ১০ ডিসেম্বরের আলটিমেটামের পর থেকে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ ও সরকার। ক্ষমতাসীনরা মুখে যত কথাই বলুক সতর্কতার সঙ্গে বিএনপির সমাবেশগুলো পর্যাবেক্ষণ করছে তারা। সমাবেশগুলোর উপস্থিতিই ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ভাবিয়ে তুলছে। মিছিল-সমাবেশের শুরুতে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলেও এখন পরিস্থিতি কিছুটা পাল্টেছে। আর আওয়ামীলীগও মাঠের রাজনীতিতে বিএনপিকে কিছুটা ছাড় দিচ্ছে। আর ‘খেলা হবে’ শ্লোগান দিয়ে বিএনপিকে চোখ রাঙাচ্ছে ক্ষমতাসীন দল। এখন আমাদের ১০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপিকে মোকাবিলায় রাজনীতির মাঠে ‘খেলা হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিভিন্ন সভা-সমাবেশে বারবার বলেছেন, ‘অনেকেই মনে করছে, হয়তো আমরা রাজপথ ভুলে গেছি, ভুলি নাই। আমরাও আছি, অচিরেই রাজপথে দেখতে পাবেন। আওয়ামী লীগ যখন মাঠে নামবে তখন তাদের (বিএনপি) আন্দোলনের স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। খেলা হবে, মাঠে খেলা হবে। রাজপথে মোকাবিলা হবে। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট ও অর্থপাচারের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতি ও বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। খেলা হবে সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি আর জালিয়াতির বিরুদ্ধে। ডিসেম্বরে বিজয়ের মাসে খেলা হবে। আগামী নির্বাচনেও খেলা হবে। ‘খেলা হবে’ আওয়ামী লীগের এই শ্লোগান প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খেলা তখনই হয়, যখন লেবেল প্লেয়িং ফিল্ড থাকে। খেলা তখন হবে যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। তখন সেই নির্বাচনি খেলা হবে এছাড়া অন্য কোনো খেলা খেলতে দেয়া হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা