আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৩

সোনারগাঁয়ের বেলপাড়ায় অবৈধভাবে জায়গা দখলের পায়তারা

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৩ | ৯:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে প্রতিপক্ষরা অবৈধভাবে জায়গা দখলের পায়তারা করায় অসহায়ভাবে দিন কাটাচ্ছে ভূক্তভোগী এবং জায়গার মালিক অসহায় আব্দুল হককেই মিথ্যা মামলায় জড়িয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল হক জানান, ‘আমি সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের বাসিন্দা ও অত্র ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অত্র ইউনিয়নের বেলপাড়া এলাকায় পঞ্চমীঘাট মৌজায় সিএস দাগ নং ৭৩০ এ মোট ৩৩ শতাংশ নাল জমি ক্রয় ও ওয়ারিশসূত্রে মালিক হয়ে প্রায় ৪৭ বছর ধরে ভোগ দখল করে আসছি। প্রায় ৩ বছর আগে আমার জায়গায় টিন দিয়ে বাউন্ডারী ও বালু ভরাট করে স্থাপনা নির্মাণ করেছি। কিন্তু নিকটস্থ নোয়াকান্দী ছৈয়ালপাড়া এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে ঈমাম উদ্দিন নূরী (৬০) সে আমার জায়গার দক্ষিন পাশে ৭২৯ নং দাগে ১৫ শতাংশ জায়গার দখলে থাকার পরেও আমার জায়গার মধ্য থেকে অবৈধভাবে ১০ শতাংশ জায়গা দখলের পায়তারা করছে। এমনকি পেশী শক্তি দেখিয়ে গত কিছুদিন পূর্বে লোকজন নিয়ে আমার জায়গায় এসে আমার টিনের বেড়া, স্থাপনা ও ১০টি সিমেন্টের পিলার ভাংচুর করেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গরা কয়েকবার বিচার সালিশীতে বসলেও তাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিপক্ষ নূরী জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেও আমি কোন ন্যায়বিচার পাচ্ছিনা। প্রতিপক্ষ নূরী পিটিশন মামলা দায়ের করলেও সে মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে নূরী আমাকে ও আমার স্ত্রী মাসুদা বেগমকে আসামী করে আরেকটি মামলা করেছে। বর্তমানে সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে ও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। তাই যাচাই বাছাই করে ও জমির কাগজপত্রাদি সঠিকভাবে বিবেচনায় নিয়ে এই মিথ্যা মামলা বাতিল করতে বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি এবং ভূমিদস্যু ঈমাম উদ্দিন নূরীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা