আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

গিয়াসের কৃতজ্ঞতা প্রকাশ

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এক দফা দাবিতে ঢাকার পল্টনে আয়োজিত বিএনপির মহাসমাবেশ সফল করায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল ইউনিট ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা বিএনপির সভাপতি ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। গতকাল বুধবার সন্ধায় এক বিবৃতির মাধ্যমে এ কৃতজ্ঞতা জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশে সকল স্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য জেলা বিএনপির সকল নেতাকর্মীর কাছে আমি চিরকৃতজ্ঞ। মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রেকর্ডসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করেছে নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম ঘাঁটি। নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছেন, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্রের জন্য আন্দোলন কর্মসূচি পালনে মরিয়া জেলা বিএনপি। আগামীতেও বিএনপির গণতান্ত্রিক এমন আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মী সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করছি। উল্লেখ্য, জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এটি ছিল জেলা বিএনপির প্রথম কর্মসূচি। তাই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল জেলা বিএনপি। তবে সকলের অংশগ্রহণে ঢাকার রাজপথে শক্তিমত্তা প্রদর্শন করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ঢাকার এই সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটিয়ে চমক দেখিয়েছে জেলা বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা