আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৩

আমেরিকায় শামীম ওসমান এমপি

ডান্ডিবার্তা | ১৩ জুলাই, ২০২৩ | ১০:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হয়েছে – সাম্প্রতিক এমন গুঞ্জনের মধ্যে সে দেশে পৌছে গেছেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লিপি ওসমান। গতকাল বুধবার বাংলাদেশী সময় সন্ধ্যায় এ দুইজন নিউ ইয়র্কে বিমান বন্দরে পৌছান। একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও তাঁর নিজস্ব আইডিতে আপলোড করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার বাবা ও মা নিরাপদে নিউ ইউর্কে পৌছেছেন। এর আগে খবর প্রকাশিত হয়েছিল শামীম ওসমানের ভিসা বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশের কয়েকজনের উপর স্যাংশন জারি হয়েছে আমেরিকা হতে তার মধ্যে শামীম ওসমানের নাম ছিল বলেও গুঞ্জন ছিল। যদিও শামীম ওসমান সম্প্রতি একাধিক বক্তব্যে এটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁর ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। এদিকে আমেরিকা পৌছে শামীম ওসমান অডিও বার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে এই ধরনের অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন। তাদেরকে মনে রাখতে যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায় তাদেরকেই ইয়েলো জার্নালিস্ট বলে। ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি সবশেষ নিউ ইয়র্কে গিয়েছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা