
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগে ক্ষণে ক্ষণে আলোচনা সমালোচনা মাধ্যমে দিন অতিক্রম করে যাচ্ছে। এই মাসেই ঢাকায় মহানগরের দায়িত্বপ্রাপ্তদের তলব করে আগামী দিনে শক্তিশালী কমিটি গঠনে প্রক্রিয়া অপেক্ষা রয়েছে নেতারা। কবে নাগাদ এই তলব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলতে পারেনি মহানগরের নেতারা। তারা জানিয়েছে, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ফোরামের সভায় নারায়ণগঞ্জ মহানগরের ভাগ্য নির্ধারণ করা হবে। এদিকে নয় বছরেও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধীতায় ক্ষুদ্ধ রয়েছে কেন্দ্রীয় কমিটি। বার বার সর্তক দেয়া পরও ২৭টি ওয়ার্ড কমিটি ও সম্মেলন প্রস্তুত না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। আগামী কমিটিতে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা বহাল রাখা হচ্ছে কিনা আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে মহানগরের নেতাদের গুঞ্জন সৃষ্টি হয়েছে, সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বাবু চন্দন শীলকে দিয়ে কমিটি হতে যাচ্ছে। ২৭ বছর ধরে সাধারণ সম্পাদক দায়িত্বে থাকা খোকন সাহাকে সরিয়ে চন্দনশীলকে দেয়া হবে শোনা গেছে। পবিত্র রমজান মাসের ১৪ এপ্রিলে বন্দর শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবকলীগের একটি অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন তুলোধনো করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খোকন সাহা। এ সময় তিনি বলেন, আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দল ভেঙ্গে বিশ টুকরো করেছে। আনোয়ার হোসেন থেকে দূরে থাকা পরামর্শ দেন খোকন সাহা। যারা দল ভেঙ্গেছেন তাদেরকে শায়েস্তা করা ইঙ্গিত দেন। এর পাশাপাশি সকলেই সকল কিছু পেয়েছে, যারা পাইনি তাদের পাবার সুযোগ দেয়ার আহবান জানা। দলের সাধারণ সম্পাদক খোকন সাহার এমন বক্তব্যে কোন প্রতিক্রিয়া দেয়নি সভাপতি আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জ শহর ও মহানগর কমিটির টানা ২৭ বছর ধরে সাধারণ সম্পাদক থাকা অ্যাডভোকেট খোকন সাহা। তার এমন বক্তব্যে মহানগর ও কেন্দ্রীয় নেতাদের কাছে সমালোচিত হয়েছে। এর পাশাপাশি ১৭টি ওয়ার্ড সম্মেলন শেষ করেও এখনো ২৭টি ওয়ার্ড কমিটি না পিছনে তার বেশিভাগ ভুল রয়েছে বলে অভিযোগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও ওয়ার্ড কমিটি নিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সাথে এবার প্রকাশ্যে বিরোধীতা করে যাচ্ছে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। ২০২২ সালে অক্টোবরে শেষ সময়ে মহানগর আওয়ামীলীগের সম্মেলন তারিখ ঘোষনা করা হয়। কিন্তু ওয়ার্ড ও থানা কমিটি করতে ব্যর্থ হওয়ায় সম্মেলনটি স্থগিত করা হয়। এরপর নভেম্বর মাসে শুরুতে এমপি শামীম ওসমান, আনোয়ার হোসেন ও খোকন সাহাদের মধ্যে বিরোধ মিটিয়ে বর্ধিত সভা করা হয়। সেখানে এমপি শামীম ওসমান বলেন, আনোয়ার হোসেন ও খোকন সাহা মধ্যে কোন বিরোধ নেই। তাদের দিয়ে আগামী মহানগর কমিটি আনা হবে। এ সময় সকলে সমর্থন চান শামীম ওসমান, তখন তার কথায় সবাই হাত তুলে আনোয়ার হোসেন ও খোকন সাহাকে সমর্থন দেন। তাদের মধ্যে ঐক্য হলে ১৩ জানুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারী সময়ে লাগার ১৭টি ওয়ার্ড সম্মেলন করেন আনোয়ার হোসেন ও খোকন সাহা। তখন তারা একে অপরের মধ্যে ভুলবুঝাবুঝি তুলে ধরে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নিদের্শ দেয়া হয়। ১৭টি ওয়ার্ডে মাত্র ১১ জনকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়। বাকি ২৩জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পারেনি আনোয়ার-খোকন সাহা। সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারী থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ১৭টি ওয়ার্ড সম্মেলন শুরু হয়। প্রথম সম্মেলনে ২৬ ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুধু ২৬নং ওয়ার্ড সভাপতি মেছবাহউদ্দিনকে ঘোষনা দেয়া হয়। ওই সম্মেলনে ২৬নং ওয়ার্ড সেক্রেটারী পদে ৩জন এবং ২৭নং ওয়ার্ড সভাপতি ২জন ও সেক্রেটারী ৪জন প্রার্থী হন। পরে সম্মেলনগুলোতে ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী ৭জন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী ৬জন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ১০ জন ও সেক্রেটারী ১৩জন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৮ জন ও সেক্রেটারী ১৫জন, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ১১ জন ও সেক্রেটারী ৮জন, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৭জন ও সেক্রটারী ৮জন, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ৫ জন ও সেক্রেটারী ১০ জন, ১৮নং ওয়ার্ড সভাপতি কামরুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক কবির হোসাইন নির্বাচিত, ১৭নং সভাপতি ২জন, সেক্রেটারী আসাদউল্লাহ নির্বাাচিত, ১৬নং ওয়ার্ড ৫জন ও সেক্রেটারী ৩জন, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল নির্বাচিত, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নির্বাচিত, ১৩নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ২জন ও সেক্রেটারী ১০জন, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান ও সেক্রেটারী জাহাঙ্গীর আলম নির্বাচিত এবং ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ২জন ও সেক্রেটারী জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯