
ডান্ডিবার্তা রিপোর্ট দেশজুড়ে আলোচিত নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেনের সহযোগী, এক সময়ের বিএনপি নেতা বর্তমানে আওয়ামীলীগ নেতা বনে যাওয়া হাসমত আলী ওরফে হাসুর দখলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। নূর হোসেন চেয়ারম্যান এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর পুরো স¤্রাজ্য তিনি বহাল তবিয়তে টিকিয়ে রেখেছেন। সুচতুর হাসু সময়ের সাথে সাথে নিজের ভোল্ট পাল্টে একক আধিপত্য বিস্তার করে চলছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। জানাগেছে, জোট সরকারের আমলে সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্য্যালয়ে হাসমত আলী হাসু ও তার নিয়ন্ত্রিত কয়েকজন ঠিকাদারের হাতেই ছিলো সবকিছু। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনিই এককভাবে নিয়ন্ত্রণ করছেন ওই কার্য্যালয়টি। টেন্ডার, সেতু ও কালভার্ট মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিজ্ঞাপন, বিলবোর্ড, ভাস্কর্য, স্মৃতিস্মারকসহ সড়ক ও জনপথ বিভাগের আন্ডারে যেসকল কাজ রয়েছে সবকিছুই হাসমত আলী হাসুর দখলে থাকে। এসব কাজের টেন্ডারও তিনিই পান। কয়েকজন ঠিকাদার এই প্রতিবেদককে বলেন, হাসমত আলী হাসুর নিয়ন্ত্রণে পুরো অফিস। অফিসের পিয়ন থেকে শুরু করে বড়কর্তা সবাই হাসুর কথায় উঠেবসে। হাসুর কথা ছাড়া কিছুই হয়না এখানে। সকাল থেকে বিকাল পর্যন্ত সবসময় বড় কর্তাদের অফিসে ব্যস্ত সময় পার করতে দেখা যায় হাসমত আলী হাসু ও তার সহযোগীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, দুই যুগ ধরে হাসমত আলী হাসু একক নিয়ন্ত্রণ করছেন সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ শাখার অফিসটি। তার ইশারা ছাড়া ওখানকার একটা ফাইলও লড়ে না। তিনি যখন যা বলে তাই হয় কার্য্যালয়টিতে। হাসুর সাথে বিরুধীতা যে করবে তার উপর নেমে আসে নির্যাতন, হামলা আর মামলা। আমরা সাধারণ ঠিকাদাররা অসহায় তার কাছে। স্থানীয়রা জানান, হাসমত আলী হাসুর প্রচুর প্রভাব রয়েছে। সাত হত্যা মামলার অন্যতম আসামী হয়েও তিনি খালাশ পেয়েছেন মোটা অংকের টাকার জোড়ে। ওই আলোচিত হত্যা মামলার আসামী হয়ে এলাকা থেকে পালিয়েছিলেন তিনি। রফাদফা করে এলাকায় এসে আবারো দাপুটের সাথেই চলছেন। তাদের প্রচুর টাকা তাদের কেউই কিছুই করতে পারবে না। মিজমিজি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, হাসমত আলী হাসুর একসময় কিছুই ছিলনা। ঠিকাদারি ব্যবসার নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। মালিক বনে গেছেন কোটি কোটি টাকার। তার রয়েছে একাধিক বাড়ি,গাড়ি,জমাজমিসহ অনেক সম্পত্তি। তার এখন পিছনে তাকানোর সুযোগ নেই। এ বিষয়ে বক্তব্য নিতে হাসমত আলী হাসুর মোঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত শামীমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিং ব্যস্ত থাকার অযুহাত দেখিয়ে পরে কথা হবে বলে ফোনটি রেখে দেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯