
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের যে কোন প্রয়োজনে জোরালো ভূমিকা রাখতে পারবে নারায়ণগঞ্জ। সর্বশেষ বিএনপির সমাবেশে তাই প্রমাণ করেছে নারায়ণগঞ্জ বিএনপি। সামনের কার্যক্রমগুলোতে আরো বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে থাকবে নারায়ণগঞ্জ বিএনপি এতে কোন সন্দেহ নেই। মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, আমাদের জনসভাকে কেন্দ্র করে পরিবহনে ব্যাপক বাধার সৃষ্টি করা হয়েছে। চাষাঢ়া ও সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন যানবাহন থেকে নেতা কর্মীদের নামিয়ে দেয়া হয়েছে। এমনিতেই পর্যাপ্ত পরিমানে পরিবহন ছিল না। তারপরও আমাদের সমর্থকদের আটকাতে পারেনি। তারা বিভিন্নভাবে সমাবেশে উপস্থিত হয়েছেন। একদিকে বৃষ্টি বাদল, তারপরও যানবাহনে বিভিন্ন প্রতিকুলতার পরও যেভাবে নেতা, কর্মী ও সমর্থগণ সমাবেশে উপস্থিত হয়েছেন আমি সে জন্য অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। তারা প্রকৃত অর্থেই যে দলের প্রাণ এটার প্রমাণ তারা দিয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী দলের প্রাণই হলো তৃণমূল। আমরা বিভিন্ন সভা-মাবেশে তা বলে থাকি, গতকাল তারা এই বিষয়টি আবারও প্রমাণ করেছেন। আমরা সবাই জাতীয়তাবাদীর আর্দশকে বিশ্বাস করি। তাই আমরা সবাই অবশ্যই ঐক্যবদ্ধ আছি। কিন্তু রাজনীতিতে বিভিন্ন প্রতিযোগিতা বা প্রতিহিংসা থাকে। দুই ভাইয়ের মধ্যে যেমন দ্বন্দ্ব থাকে তেমনই একটি দলে তেমন থাকে এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু দলীয় আদর্শে আমরা সবাই এক। আমাদের সফলতার জন্য ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ১২ জুলাইয়ের সমাবেশে যাওয়ার পথে আমরা কোন বাধার সম্মুখীন হইনি, কিন্তু আমাদের ফতুল্লার প্রায় চল্লিশ জনের মতো কর্মী সমর্থকসহ একটি গাড়ি আটক করে রাখে পুলিশ। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেয় তারা। সমাবেশে আমাদের নারায়ণগঞ্জ বিএনপির নেতা কর্মীগণ বেশ প্রাণবন্তভাবেই অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র আমাদের ফতুল্লা থানা বিএনপি থেকেই কয়েক হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমাদের এখনকার লক্ষ্য হলো একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন বিএনপি একটি বিশাল দল। তাই এই দলে নেতা, কর্মী ও সমর্থকদের সংখ্যাও অনেক। এত লোকের মধ্যে মতামতের পার্থক্য থাকতেই পারে। দলের নেতৃত্বে আসার জন্য প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু দলীয় কর্মসূচী কিংবা আন্দোলনের সময় আমরা ঠিকই এক সাথে মিলিত হই। সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির বিভিন্ন কর্মসূচীতে নারায়ণগঞ্জ বিএনপি এর প্রমাণ দিয়েছে। কেননা আমাদের সবারই দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এই রকম ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএইচ আনোয়ার প্রধান বলেন, এ যাবতকালে ঢাকায় বিএনপির যতগুলো সমাবেশ হয়েছে তার মধ্যে আমার দেখা মতে নারায়ণগঞ্জ যেভাবে স্রোতের মতো বিএনপি নেতা কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেছেন তা আর বলার মতো না। দীর্ঘদিন পর এমন উৎসাহ উদ্দীপনার সহিত নারায়ণগঞ্জবাসীসহ দেশের বিভিন্ন জায়গার লোকজনকে এই সমাবেশে উপস্থিত হতে দেখেছি। এই সমাবেশ সফল করায় নারায়ণগঞ্জের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই দিক থেকে আমরা নারায়ণগঞ্জ বিএনপি সফল। আমরা ঢাকা যাওয়ার সময় বেশ কয়েকটি যানবাহনই আটকিয়ে দিয়েছিল পুলিশ। এরমধ্যে বৃষ্টির কারণে কিছু যানবাহন ছেড়ে দিয়েছে আর বৃষ্টির পর বেশ কয়েকটি যানবাহন থেকে আমাদের কর্মীদের নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। নারায়ণগঞ্জের মানুষ কতটা দেশপ্রেমিক কতটা দলপ্রেমিক এবং দলের প্রতি টান আছে এই সমাবেশে তা প্রমাণ করে দিয়েছে। আমরা আশাকরি আগামী কর্মসূচীগুলোও আমরা সারা বাংলাদেশের মতো দলবদ্ধভাবে পালন করতে পারবো। অতীতের যেকোন সময়ের তুলনায় এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শক্তিশালী এবং সংগঠিত দাবী করে তিনি বলেন আমাদের আশার তুলনায়ও বেশি সংগঠিত যা অবাক হওয়ার মতোই। প্রতিটি ওয়ার্ডে এখন আমাদের কমিটি আছে, তাই এখন আর আমাদের সংগঠিত হতে বেগ পেতে হয় না। টাকা দিয়ে লোক আনতে হয় না। সংগঠনের নেতাকর্মীরা স্ব-ইচ্ছায় চলে আসে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯