আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

সেলিম ওসমানের তত্বাবধায়নে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি। সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানের সার্বিত তত্বাবধায়নে গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ অবস্থিত নারায়ণগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লা সানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল ও মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আফজাল হোসেন। প্রধান বক্তা হিবেসে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ১ নং যুগ্ম সাধারন সম্পাদক রিপন ভাওয়াল। আরও উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, সহ-সভাপতি আরুন কুমার দাস, জেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.বাচ্চু মিয়া, বন্দর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আ. সালাম, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মানু, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আসরাফুল ইসলাম রোমান, সহ-সাধারন শরীফ শাহ, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল বাসেদ, ২১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মন্টু ও নুরনবী ওসমানী প্রমুখ। বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেছেন, বন্দরে রেললাইন উঠিয়ে রাস্তা করা হয়েছে, এখানে আজ মিল ফেক্টরী তৈরী হচ্ছে। এগুলো উন্নয়ন আমাদের পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের অবদান। আজকের বন্দরে এতো উন্নয়ন এগুলো অধিকাংশ ওসমান পরিবারের জন্য। আজকে এমপি সেলিম ওসমান নিজের টাকায় অনেক উন্নয়ন করেছেন। আজ বন্দরে কোন রাস্তাঘাট কাঁচা নেই। সেলিম ওসমান তাঁর ব্যক্তিগত অর্থায়নে ১০টিরও বেশী স্কুল কলেজ করে দিয়েছেন। নারায়ণগঞ্জ বার এর ভবন করেছেন। ঈদের সময় প্রায় ৪০ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছেন। করোনায় তিনি মানুষের বাড়ি বাড়ি খাবার পাঠিয়েছেন। আমাদের উন্নয়নের জন্য আগামীতেও তিনি কাজ করবে। সানাউল্লাহ সানু বলেন, এক সময় কালির বাজার বাসস্টান্ড থেকে পাগলা হয়ে গুলিস্তান যেতে হতো। কিন্তু আমাদের প্রয়াত নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ নারায়ণগঞ্জ লিংক রোড করেছেন। এছাড়া আমাদের নেতার নির্দেশে সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন। আজকে নারায়ণগঞ্জ সবচেয়ে ধনী জেলা হিসেবে ভূষিত হয়েছে। এইটা সমস্ত অবদান হুসাইন মোহাম্মদ এরশাদের। আজকে বাংলাদেশে গার্মেন্টস শিল্প এতো শ্রমিক কাজ করছে এটাকে এগিয়ে এনেছেন তিনি। ফতুল্লায় গরুর গাড়ি ও মহিষের গাড়ি দিয়ে ধান চাষ করতো সেই জায়গায় উন্নয়ন করেছেন। আজকে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ পোশাক শিল্প তথা গার্মেন্টস শিল্প এগিয়ে আছে এসব অবদান কেবল আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান। তিনি আরও বলেন, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমেরিকায় ওসমান পরিবারের ছোট সন্তান এমপি শামীম ওসমান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি নারায়ণগঞ্জের সন্তান হয়ে এই প্রতিবাদ তিনি করেছেন। আমি হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত নাসিম ওসমান এমপিসহ নিহতদের মাগফিরাত কামনা করছি। মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেছেন, আমাদের এই লিংক রোড কিন্তু ওসমান পরিবারের অবদান। খানপুর হাসপাতাল ওসমান পরিবারের অবদান, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ওসমান পরিবারের অবদান, নারায়ণগঞ্জের বহু বড় বড় গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামো এই ওসমান পরিবারের অবদান। অনেকে অনেক কথা বলেন। সাইবেরিয়া থেকে শীতকালে অনেক পাখি বাংলাদেশে আসে। তেমনই নির্বাচন আসলেই কিছু কিছু লোক এই নারায়ণগঞ্জে আসে। আপনাদেরকে বিচার করতে হবে, কারা আপনাদের পাশে ছিলো ও আছে। করোনার সময় কারা আপনাদের পাশে দাড়িয়েছে। প্রতিটা ঘরে খাবার পৌছে দিয়েছে এই ওসমান পরিবার। মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদকে। তাকে যাতে আল্লাহ বেহেশত নসীব করে। আমরা রাজনীতির শুরুটা নাসিম ওসমানের দ্বারা। তিনি আমাদের এই সদর-বন্দর আসনে বহু উন্নয়ন করেছেন। আমি আপনাদের সকলের কাছে আমাদের মাননীয় এমপি সেলিম ওসমানের সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি। বক্তব্য পর্ব শেষে সাইন মোহাম্মদ এরশাদ ও সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের বেহশত কামনা এবং সেলিম ওসমানের সুস্থতা কামনায় দোয়া পাঠ করা হয়। পরে নেওয়াজ হিসেবে রান্না করা খিচুরি বিতরণ করে নেতৃবৃন্দরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা