আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৮

বিএনপি আগের চেয়ে শক্তিশালী

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজপথে একের পর এক দলীয় কর্মসূচি দাপুটের সাথে পালন করে শক্তির মহড়া দেখিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি। এবার ১২জুলাই দলীয় নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপির অংশগ্রহন দলীয় প্রসংশা কুড়িয়েছে। এতে করে নারায়ণগঞ্জ বিএনপি আরো চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। সেই সমাবেশে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়ে ঢাকার রাজপথ কজাপিয় তোলেন। দলীয় সূত্রে জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০দফা দাবিতে সারাদেশে একের পর এক কর্মসূচি পালন করেছে বিএনপি। এবার আর ১০দফা নয় এবার এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন দলীটি। আর গত বুধবার সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের সমাবেশে যোগদেয়। গত বুধবারের ওই সমাবেশ থেকে একদফা ঘোষণার পাশাপাশি যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিও দেওয়া হয়। এদিকে কেন্দ্র ঘোষিত গত ১২জুলাই ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে অংশগ্রহণ করে। সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে এর আগে মতবিনিময় সভা করেছে কেন্দ্র। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠন গুলোও নিজ নিজ ভাবে ঢাকার সমাবেশ সফল করতে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। নারায়ণগঞ্জ বিএনপির নেতারা জানিয়েছেন, মামলা হামলা ও গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করেই ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন গুলো অংশগ্রহণ করে। এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির সমাবেশ সফল করতে আমরা জেলা বিএনপির ১০টি ইউনিট ও ১১টি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে অংশ গ্রহন করি। জেলা বিএনপির আওতাধীন প্রত্যেকটি থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, মহিলাদল, তাঁতীদলসহ অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে নিয়ে সেইদিন আমরা ঢাকার রাজপথে ছিলান। সামনের আন্দোলনে আমরা রাজপথে থাকব। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নয়াপল্টনের সমাবেশকে সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেইদিন ঢাকার রাজপথে অবস্থান করি। কোনো বাধাই আমাদের আটকাতে পারে নাই। তিনি আরও বলেন, যতদিন দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন বিএনপির এ সংগ্রাম চলবে। তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে। আমরা সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আগের চেয়ে এখন নারায়ণগঞ্জ বিএনপি অনেক শক্তিশালী ও চাঙ্গা হয়ে উঠেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা