আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২১

শহরে অবৈধ মেলায় জুয়া ও মাদকের আস্তানা

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৩ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইল লেক সংলগ্ন খেলার মাঠে মেলা বসিয়ে অবৈধ কার্মকান্ড ও বিদ্ুৎচুরির অভিযোগ উঠেছে। বাবুরাইলের প্রভাবশালী ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা ও তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদের ছত্রছায়ায় তাদের অনুগত লোকজন মেলার আড়ালে এই অবৈধ কর্মকান্ড করে প্রতি বছরের মত এবারো লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে এই মেলার বসানোর বিষয়টি অবগত নয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র। খোজ নিয়ে জানা গেছে, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা আফরোজ বিভার স্বামী বিএনপি নেতা হাসানের সহযোগী লিমন, আলতাব, এরশাদ সহ এলাকার কয়েকজন যুবকের অধীনে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। তবে জুয়া, মাদকসহ নানা অপকর্মের জন্য এটি সমালোচনার মুখে পরে। তাই এ বছর মেলাটির নাম দেওয়া হয় ঈদ আনন্দ শিশু মেলা। অথচ এবারো এই মেলাকে ঘিরে বিভিন্ন অপকর্ম ও বিদ্যুৎ চুরি অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ১নং বাবুরাইলের এক দোকানী বলেন, মেলার ২৫টি দোকান আছে। প্রতিটি দোকান থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। এই দোকানের বিদ্যুৎ চুরি হচ্ছে। খাম্বা থেকে লাইন নেয়া হয়েছে। এখানে আবার কমিটিও আছে। লিমন, আলতাব ও এরশাদ এই কমিটির গুরুত্বপূর্ণ পদে আছে। এরাই সব করছে। শুনছি হাসান ভাই ওদের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। নিয়া দেশের বাইরে ঘ্ুরতে গেছে। আসলে হাসান ভাইয়ের শেল্টারেই প্রতি বছর এই মেলা বসে। এদিকে এই মেলাটির বসানোর জন্য নাসিক কিংবা জেলা প্রশাসনের কাছ থেকে মেলা কর্তৃপক্ষ কোন অনুমতি নিয়েছেন কিনা সেই বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে সাংবাদিক আসার খবরে মেলা কমিটির লোকজন চলে যায়। তাই তাদের সাথে এনিয়ে কোনো কথা বলা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলামকে বলেন, মেলা নিয়ে কোনো ইজারা হলে আমার এখানেই হতো । তবে এ বিষয়ে আমি কিছুই জানিনা। যারা মেলা বসিয়েছে তাদের জিজ্ঞাসা করেন কার কাছ থেকে নিয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা বলেন, আসলে এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারছিনা যে সেখানে মেলার অনুমতি দেওয়া হয়েছে কিনা। তবে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আপনি নেজারত শাখায় যোগাযোগ করুণ সেখানে থেকে মেলার অনুমতি দেয়া হয়। জানতে চাইলে জেলা প্রশাসনে সহকারী কমিশনার (নেজারত শাখা) রবিন মিয়া বলেন, এই বিষয়টি আমি সঠিক ভাবে বলতে পারবোনা। এ বিষয়ে স্থানীয় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসান বলেন, এই মেলাটি কারা চালাচ্ছে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এখানে একটি জুয়া চলছে, ধান্দাবাজি চলছে। আমি যতটুকু জানি যারা এই মেলাটি নিয়েছে তারা ৫লাখ টাকা নিয়ে ঘুরে গেছে এমন খবরও শুনেছি। তবে এই মেলার নাসিক থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা বলতে পারিনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, এটা তাদের বিশেষ ক্ষমতায় তার স্ত্রীর ক্ষমতায় পরিচালিত হচ্ছে। এটা আমার ওয়ার্ডে না হলেও বিভিন্ন লোকজন আমার কাছে অভিযোগ করেছে এখানে নানা অপকর্ম চলছে। গত বছরও আমাকে অনেকে বলেছে এখানে মাদকসহ বিভিন্ন অপকর্ম হয়। আমি তাদের বলেছি মেয়রকে জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা