আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৪

সিদ্ধিরগঞ্জে ড্রেন থেকে ফেন্সিডিলের সহস্রাধিক খালি বোতল উদ্ধার

ডান্ডিবার্তা | ১৫ জুলাই, ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ড্রেন পরিষ্কার করে ময়লা আবর্জনা বা পলিথিন মিললেও এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকার ড্রেন পরিষ্কার করতে নেমে মিলেছে এক হাজারেরও বেশি ফেন্সিডিলের খালি বোতল। যা ইতিমধ্যে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডস্থ মন্ডলপাড়া এলাকায় এমন দৃশ্যের দেখা মিলেছে। জানা যায়, নিয়মিত প্রতি দুই মাস পর পর পরিষ্কার করা হয় ওই এলাকার ড্রেনগুলো। তারই ধারাবাহিকতায় শুক্রবার ড্রেনটি পরিষ্কারের উদ্দেশ্যে নামেন পরিচ্ছন্নতাকর্মী। ইতিপূর্বে স্বল্প পরিমাণ মাদকের বোতল পাওয়া গেলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। নেশাদ্রব্য এ ফেন্সিডিলের বোতলের পরিমাণ দাঁড়িয়েছে হাজারেরও বেশি। প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা গেছে, মন্ডলপাড়াসহ (নাসিক) ৬নং ওয়ার্ডের পুরো এলাকাজুড়ে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর নেই ওই এলাকাটিতে। শুধু ফেন্সিডিলের বোতলই নন ড্রেনটি পরিষ্কার করাকালীন এর আগে বিভিন্ন আইটেমের মদের বোতলও মিলেছে বহুবার। তাই এলাকাটিকে মাদকমুক্ত করার জন্যে প্রশাসনের আরও উদ্যোগী হবার প্রয়োজন বলেও বলে তারা। এ বিষয়ে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, আমি সর্বক্ষণ মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। গত তিনদিন আগে সিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলাম আমার লোকজন নিয়ে। সেখানকার যারা মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত তাদের বলে দেওয়া হয়েছে তা বন্ধ করার জন্যে। মন্ডলপাড়ায় খালি বোতল পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মন্ডলপাড়ার ড্রেন থেকে যে বোতলগুলো পাওয়া গিয়েছে সেগুলো সে এলাকার বড় বড় তেল ব্যবসায়ীরা খেয়ে ফেলে রাখেন। ইতিমধ্যে আমি তথ্য সংগ্রহ করেছি কারা কারা মাদকের কারবারের সঙ্গে জড়িত। শীঘ্রই প্রশাসনের সহযোগিতায় মাদক নির্মূল করবো।’ এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিপূর্বে ওই এলাকা থেকে অনেক মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমরা চাই সেখানকার বাসিন্দারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুক। যাতে আমরা মাদককে নির্মূল করতে সফল হই। খুব শীঘ্রই ওই এলাকার কাউন্সিলরের সঙ্গে আমরা বসে ব্যবস্থা নিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা