
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও দলীয় কোন্দল কোন ভাবেই নিরসন হচ্ছে না ক্ষমতাসীনদল আওয়ামীলীগে। জেলা আওয়ামীলীগের সম্মেলনের মধ্যদিয়ে দলীয় কোন্দল নিরসনসহ দলে প্রান ফিরে আসবে এমন ধারনা থাকলেও সম্মেলনের পর পরই কোন্দলের মাত্রা ব্যাপক বিস্তার লাভ করেছে। দলের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল আওয়ামীলীগের রাজনীতিতেও দ্ধন্ধ লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনের পর পর দ্বাদশ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের মাঠে নামার কথা থাকলেও দলীয় কোন্দলের কারনে অনেকটাই ঝিমিয়ে পড়েছে দলীয় নেতৃবৃন্দ। তবে, দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে পূনাঙ্গ কমিটি গঠন করা হলে কোন্দল অনেকটাই নিরসন হবে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল। তাই, দলের সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে জেলা আওয়ামীলীগকে পূনাঙ্গ কমিটিতে রুপান্তরের দাবি উঠেছে নেতাকর্মীদের পক্ষ থেকে। সূত্রমতে, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের অভ্যন্তরীন দ্বন্দ্ব প্রকাশ্য রূপ ধারণ করছে অভিমত নেতাকর্মীদের। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নিজ দলের নেতাকর্মীদের মধ্যকার দলীয় কোন্দলের বিষয়টি বর্তমানে সবচেয়ে বড় ইস্যুতে পরিণত হয়ে দাড়িয়েছে। ২০০৮ থেকে শুরু করে ২০২৩ টানা দেড় যুগ ধরে ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মধ্যে পাওয়া না পাওয়া, শক্তি প্রর্দশন ও ক্ষমতার লড়াই সহ নানা বিষয়ে মতবিরোধ, অন্তর্কলহ ও কোন্দল মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে, এই সকল মতবিরোধ, অন্তর্কলহ, কোন্দল ধীরে ধীরে সংঘাতে পরিণত হচ্ছে। বিভিন্ন ইস্যুতে শামীম ওসমান ও আইভীর মধ্যকার উত্তর-দক্ষিণ মেরুর দ্বন্দ্ব চলমান রয়েছে, বিভিন্ন উপজেলা কমিটি নিয়ে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়। সবমিলিয়ে অভ্যন্তরীন দ্বন্দ্ব-কোন্দল এখন জেলা আওয়ামীলগের অপর নাম। আর এ দ্বন্দ-কোন্দলের কারণে নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জেলা আওয়ামীলীগের একাংশের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণের জন্য সভাপতি বা সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। নেতাকর্মীদের অবহিত না করে নিজেরা ইচ্ছেমতো বিভিন্ন অনুষ্ঠান ও সভা করে থাকেন, ফলে দলীয় ঐক্য নষ্ট হচ্ছে। এছাড়া কোনো থানা বা উপজেলা কমিটি গঠনের বিষয়েও তারা কারো সাথে আলাপ-আলোচনা ছাড়াই কমিটি ঘোষণা করে দেন, ফলে দ্বন্দ আরো তীব্র হচ্ছে। তারা আরও বলেন, তাদের এহেন কর্মকা-ে জেলা আওয়ামী লীগ আজ বিভক্ত। অপরদিকে জেলা আওয়ামীলীগের অপরাংশের কয়েকজন নেতা বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক সকল নিয়ম মেনে সকলকে সাথে নিয়েই চলতে চায়। কিন্তু একটি পক্ষ শুধু শুধুই দ্বন্দ-কোন্দল সৃষ্টি করার জন্য বিরোধীতা করছে। এ পক্ষের প্রধান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আলাদাভাবে ২নং রেল গেইটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করে আলাদাভাবে নিজস্ব বলয়ের নেতাদের নিয়ে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দুয়েকবার ছাড়া কখনোই তিনি বা তার বলয়ের নেতাকর্মীরা সভাপতি-সাধারণ সম্পাদককে তলব করেন না। এদিকে জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর থেকে সভাপতি ও সাধারন সম্পাদক আলাদা আলাদা ভাবে তাদের কর্মসূচী পালন করে আসছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এমন কেন্দল বিরাজ করায় এর প্রভাব পড়ছে তৃনমূল রাজনীতিতে। এর ফলে নারায়নগঞ্জ আওয়ামীলীগে চলছে বলয় ভিত্তিক রাজনীতি। এদিকে নারায়নগঞ্জে আওয়ামীলীগের রাজনীতিতে এ অবস্থার জন্য সভাপতি ও সাধারন সম্পাদক একে অপরকে দোষারোপ করে সাংবাদিকদের বিবৃতি দিচ্ছেন। এব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃহাই বলেন, বর্তমাম আওয়ামিলীগে যে বিভাজন দৃষ্টিপাত হচ্ছে তা কিছু সিনিয়র নেতৃবৃন্দের খামখেয়ালীর কারনে হচ্ছে। দলীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যাক্তস্বার্থ হাছিলের জন্য দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে, বড় দল হিসেবে যতটুকুই বিভাজন লক্ষ্য করা যাচ্ছে তা স্বাভাবিক ব্যাপার। অচিরেই তা সমাধান করা হবে। জেলা আওয়ামীলীগ পূনাঙ্গ কমিটিতে রুপান্তর হলে তা আর থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। অপরদিকে, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেন, নারায়নগঞ্জ আওয়ামীলীগে পল্টিবাজ নেতাদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দলের গুটিকয়েক সিনিয়র নেতৃবৃন্দ অতীত ভুলে গেছে। সে সকল সিনিয়র নেতৃবৃন্দ একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। এজেন্ডা বাস্তবায়নের মিশনের ফলে দলে বিশৃঙ্খলা সৃষ্ট হয়েছে। তবে, দ্বাদশ নির্বাচনের আগে এ সমস্যা সমাধানের মাধ্যমে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আবারো পূরানো রূপে রাজপথে অবস্থান নিবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯