
ডান্ডিবার্তা রিপোর্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত বুধবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের মামলাসহ ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপৎধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। সেই কর্মসূচীকে সফল করার লক্ষ্যে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সর্বোচ্চ লোক সমাগমের মাধ্যমে এই কর্মসূচী পালন করতে একাধিকবার আলোচনায় বসেছেন বলেও জানা গেছে। স্থানীয় পর্যায়ের কমিটিগুলোও জেলা ও মহানগরের এই কর্মসূচীকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এই বিষয়ে বলেন, আমরা বিএনপির কেন্দ্রী কমিটির ডাকে পদযাত্রা কর্মসূচী হিসেবে আগামী ১৮ জুলাই বিকাল ৩টায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরশেন এলাকা পর্যন্ত যাবো। আমরা এই কর্মসূচীকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের বিভিন্ন থানা কমিটিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে একটি প্রস্তুতি সভার আয়োজন করেছি। আমরা সেখানে বসে এই কর্মসূচী বাস্তাবায়নে সর্বোচ্চ নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করাসহ কর্মসূচিকে কিভাবে শান্তিপূর্ণ ও সফলতার সাথে বাস্তাবায়ন করা যায় সে সব বিষয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নিব। তিনি আরও বলেন, আমরা আমাদের বিভিন্ন নেতা কর্মীদের সাথে এ পর্যন্ত যে আলাপ আলোচনা করেছি তাতে বুঝতে পেরেছি, তারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছে। এই বিষয়ে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সারা বাংলাদেশের জেলা ও মহানগর বিএনপির উদ্দেশ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে ১৮ জুলাই নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে আমরা পদযাত্রা শুরু করে সাইনবোর্ড যাবো। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে আলী আহাম্মদ চুনকা পাঠাগার পর্যন্ত যাবে। এই কর্মসূচীতে আমরা সোনারগাঁ থেকে সর্বোচ্চ লোক সমাগম ঘটানোর চেষ্টা করবো। বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ বলেন, আমরা ব্যাপক লোক সমাগমের মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপির কর্মসূচীতে অংশগ্রহণ করবো। বন্দর থেকে তাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কর্মী ও সমর্থকগণ এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে দাবি করেন তিনি। বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা বলেন, আমরা বন্দর থানা বিএনপির উদ্যোগে বন্দরের ৯টি ওয়ার্ড কমিটির সাথে আলোচনা করেছি। আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মকে সাথে নিয়ে এই কর্মসূচীতে অংশগ্রহণ করবো। আামি আমার ওয়ার্ড কমিটিগুলোর সাথে কথা বলেছি। তারা সবাই এই কর্মসূচীর জন্য প্রস্তুত আছে। আমরা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিনে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখবো। বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন বলেন, আমরা এরই মধ্যে বন্দরের প্রত্যেকটি ইউনিয়ন কমিটির সাথে আলাপ আলোচনা করে যে কোন কর্মসূচীর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা মহানগর বিএনপির সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে আমাদের করনীয় ঠিক করবো। মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচী সফল করার জন্য আমাদের সব ধরণের প্রস্তুতি আছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, এই কর্মসূচী পালনের লক্ষ্যে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি। রোববার আমাদের ফতুল্লা থানা বিএনপির একটি আলোচনা সভা করেছি। সেখানে সর্বশেষ পরিস্থিতিসহ আমাদের কর্মসূচীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এই কর্মসূচীর করণীয় ¦ালোচনা করা হয়। এখন দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই কর্মসূচী পালনের মাধ্যমে আমরা একটি সফল পরিণতির জন্য কাজ করতে প্রস্তুত আছি। রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এই কর্মসূচীর জন্য আমাদের রূপগঞ্জ বিএনপির পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাথে আলাপ আলোচনা করে সময় ও করনীয় জেনে তাদের সাথে আমরা কর্মসূচীতে অংশগ্রহণ করবো। এই বিষয়ে আমরা রূপগঞ্জ বিএনপির পক্ষ হতে এখানকার বিভিন্ন কমিটির সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই কর্মসূচীতে রূপগঞ্জ থেকে ব্যাপক নেতা কর্মীর উপস্থিতি থাকবে। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এই কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, আমাদের নেতা কর্মীরা সবাই এই কর্মসূচীর জন্য প্রস্তুত আছে। আমরা জেলা বিএনপির সাথে কথা বলে আমাদের নীতি নির্ধারকদের সাথে আলাপ আলোচনা করে আমাদের করণীয় ঠিক করবো। তবে আড়াইহাজার বিএনপি সব ধরণের কর্মসূচীর জন্যই প্রস্তুত আছে বলে জানান তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯