
ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা সেতুর দুরত্ব প্রায় ৮ কিলোমিটার। কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু এলাকার সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রক্ষা পাচ্ছে না ছিনতাইকারীদের কবল থেকে। রাত হলেই মহাসড়কের এ অংশটুকু ভয়ংকর হয়ে ওঠে ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণ করতে পারছেন না হাইওয়ে পুলিশ। জানা গেছে, মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত কয়েকটি স্পটে ছিনতাই হচ্ছে। স্পটগুলো হলো, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন্ধ ব্রিজ, টিপরদি, পিরোজপুর মেরীখালী ব্রিজ আষাঢ়িয়ারচর ও মেঘনা টোলপ্লাজা এলাকা। চলতি বছরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কমপক্ষে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহল থাকা সত্ত্বেও অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। কিছু ঘটনার মামলা হলেও অধিকাংশ যাত্রী দূর- দূরান্ত এলাকার হওয়ায় আইনের আশ্রয় নিচ্ছেন না। ফলে এসব ঘটনা আড়ালেই থেকে যায়। জানাগেছে, গত মঙ্গলবার কাজের সন্ধানে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণঘাটা এলাকা থেকে নারায়ণগঞ্জ আসেন আরমানুল ইসলাম রিপন (২০) ও আরমানুল ইসলাম রোহান (২২)। ভোর ৫টায় কাঁচপুর মোড়ে বাস থেকে নামার পর গ্রেপ্তারকৃত দুই যুবক তাদের ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় তাতে বাধা দিলে ছিনতাইকারীরা রোহান ও রিপনকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করে। আহত রিপন বর্তমানে আইসিওতে চিকিৎসাধীন আছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯