
সোনারগাঁ প্রতিনিধি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসীরা। এ বিষয়ে গতকাল রবিবার বিকেলে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহারে জানাগেছে, উপজেলার বাগবাড়িয়া এলাকার এসেপ্ট কোম্পানীর নামে একটি রিয়েল এস্টেট কোম্পানীর মূল গেইটের গ্রিল ও দামি আসবাবপত্র নেওয়ার জন্য ০৮-১০জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি ট্রাকযোগে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীরা গণপিটুনী দিয়ে আনোয়ার হোসেন আনার নামে এক ডাকাতকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কাঁচপুর এলাকার সুখেরটেক গ্রামের হোসেন আলীর ছেলে। ২০০৯ সালে নরসিংদী শিবপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে। ওই কোম্পানীর নিরাপত্তা প্রহরী ও মামলার বাদি ইমরান হোসেন জানান, গত কয়েকদিন যাবৎ আমাদের মূল গেইটের গ্রিল ও দামি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এতে আমরা পহাড়া দেওয়ার ব্যবস্থা করি। শনিবার রাত সাড়ে বারোটায় কয়েকজন ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হানা দিলে আমরা এলাকাবাসীল সহযোগীতায় তাদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলি। পরে ওই ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়। বাগবাড়িয়া মসজিদের ইমাম জানান, জনগণের ধাওয়া খেয়ে একজন ডাকাত মসজিদের ছাদে অবস্থান নেয়। তার হাতে ধারালো বড় ছোয়া ছিলো। আমি ডাকাত বলে চিৎকার দেওয়ার পরপরই সে আমাকে চুপ থাকতে বলে। আমি চুপ না করলে আমাকে ছুড়ি দিয়ে আঘাত করার হুমকি দেয়। এতে আমি ভয় পেয়ে যাই। পরে ওই ডাকাত পালিয়ে যায়। এলাকাবাসীরা জানায়, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা আশঙ্কা জনকহারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ কোন অবস্থাতেই ডাকাতির ঘটনা রোধ করতে পারছেনা। এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ার হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসীরা। তার বিরুদ্ধে ডাকাতির মামলা গ্রহন করা হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯