আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৪

না’গঞ্জের রাজপথ বিএনপির নিয়ন্ত্রণে!

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৩ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজপথ এখন পুরোপুরি বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ কাঁপাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পেয়ে রুটি মাফিক রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। কোন হুমকী, ভয়কে পাত্তা না দিয়ে প্রকাশ্যে দলীয় কর্মকান্ড করে যাচ্ছে। ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজপথ দখলে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। দলীয় কর্মকান্ডে স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে বিএনপিকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দলের নেতারা। কেন্দ্রীয় নেতারাও নিয়মিত নারায়ণগঞ্জে আসছে। বিএনপির মতে, নারায়ণগঞ্জ গডফাদার-গডমাদারের শহর। কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালন করছেন নির্বিঘেœ। বোদ্ধা মহলের মতে, বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের এমন বক্তব্য নারায়ণগঞ্জের রাজনীতিতে উত্তাপ, উত্তেজনা ছড়িয়ে পরে। বিএনপি উস্কানীমূলক মন্তব্য,বক্তব্য নারায়ণগঞ্জের রাজনীতিকে সংঘাতের দিক নিয়ে যাবে। বিএনপির নেতারা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, নেতাদের এমন বক্তব্য কর্মীদের রাজপথে চাঙা রাখতে সহায়ক ভূমিকা রাখছে। এদিকে, বিগত দিনের চেয়ে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনে মানুষের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। দলের কর্মকান্ডে দলীয় কর্মীদের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। তবে নেতাদের বিরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছে কর্মীরা। দলীয় নেতার বিরোধ না থাকলে এই অংশ গ্রহণ আরো বৃহত রূপ নিবে। দলের তৃনমূলের কর্মীরা বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে রয়েছে। কিন্তু নেতারা নিজের আধিপত্য নিয়ে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক কর্মকান্ড করছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, নারায়ণগঞ্জ বিএনপি বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে কঠিন হবে। তবে অন্যান্য সময়ের চেয়ে বর্তমান বিএনপি শক্তিশালী। সর্বশেষ গত ১৪ জুলাই রাতে ছিনতাইকারী আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৪ নেতাকে পিটানোর অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রদল কর্মী কাজল, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অনিক এবং সোহাগ। আহতদের মধ্যে আজিজুল ইসলাম রাজিবের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিবাদ জানায়। এ ঘটনার বিচার দাবি করে পরের দিন শহরে লাঠি মিছিল বের করে ছাত্রলীগকে নিশ্চিহ্ন করার হুমকী দিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এটাতেই প্রতীয়মান হয়েছে নারায়ণগঞ্জ বিএনপি বিগত দিনের চেয়ে বর্তমানে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা