আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৫

রাত হলে ভয়ঙ্কর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৩ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ প্রায় চার কিলোমিটার। সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ছিনতাইর ঘটনা। পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রক্ষা পাচ্ছেনা ছিনতাইকারিদের কবল থেকে। রাত হলেই মহাসড়কের এ অংশটুকু ভয়ঙ্কর হয়ে উঠে ছিনতাইকারিরা। ছিনতাইকারিদের ছুরিকাঘাতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও নিয়ন্ত্রন করতে পারছেন না হাইওয়ে পুলিশ। সর্বশেষ গত শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় হজ্ব ফেরত মা-ছেলেকে বহনকরা মাইক্রোবাস আটকে প্রায় এক লাখ টাকা ও পাসপোর্ট, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মালামাল লুট করে নিয়ে গেছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা। মহাসড়কের সাইনবোর্ড থেকে হজ্ব ফেরত যাত্রীদের ধাওয়া করে সড়কে ব্যারিকেট দিয়ে এ ছিনতাই করা হয় বলে জানিয়েছেন ভ’ক্তভোগির স্বজনরা। গত এক বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাসদস্যসহ দুই জন নিহত হয়। মহাসড়ক নিরাপদ করা এবং যানজটমুক্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০০৫ সালের ১১ই জুন হাইওয়ে পুলিশ গঠন করা হলেও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে ছিনতাই রোধে কোন কার্যকর ব্যবন্থা নিতে পারছে না শিমরাইল হাইওয়ে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সীমানার মধ্যে পাঁচটি স্পটে ছিনতাই হচ্ছে। স্পটগুলো হল, সাইনবোর্ড ও সানারপাড় বাসস্ট্যান্ডের মাঝামাঝি বাগদাদ টেক্স্রটাইল মিলস, পিডিকে সিএনজি পাম্প সংলগ্ন, সানারপাড় থেকে মৌচাক বাস স্ট্যান্ডের মাঝ খানে, মৌচাক থেকে মাদানীনগর বাসস্ট্যান্ডের মাঝ খানে ও কাঁচপুর সেতুর নিচে আন্ডারপাচ সড়কে। চলতি বছরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কমপক্ষে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টহল থাকা সত্তেও অহরহ ঘটছে ছিনতাইর ঘটনা। কিছু ঘটনার মামলা হলেও অধিকাংশ যাত্রী দূর-দূরান্ত এলাকার হওয়ায় আইনের আশ্রয় নিচ্ছেন না। ফলে এসব ঘটনা আড়ালেই থেকে যায়। জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় হজ্ব ফেরত মা মোসা বেগম (৬২) ও ছেলে মোঃ শাহজাহান (৪৫) বহনকরা মাইক্রোবাস দিয়ে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় যাচ্ছিল। তাদের বহনকরা গাড়িটি (ঢাকা-মেট্রো-চ-১৬-২১৫৫) মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পৌছালে পেছন দিক থেকে হজ্ব ফেরত যাত্রীদের ধাওয়া করে সড়কে ব্যারিকেট দিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা প্রায় এক লাখ টাকা ও পাসপোর্ট, মোবাইল ফোন, ক্রেডিট কার্ডসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত ১৩ জুলাই রাতে সানারপাড় বাসস্ট্যান্ড থেকে দুইটি মোটরসাইকেলযোগে চারজন ছিনতাইকারী এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ আট হাজার টাকা ও একটি স্মাট ফোন সেট নিয়ে যায়। ১০ জুলাই রাতে মহাসড়কের ১০ তলা ভবন মাদানীনগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা শিলা আক্তার। তিনি জানান, তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ থেকে এসে রাত ১২ টায় গাড়ী থেকে মাদানীনগরে নামেন। এসময় একদল ছিনতাইকারী এসে ছুরি চাকুর ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও লাকেজ নিয়ে যায়। এছাড়াও গত ১২ জুন রাত সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাঁচপুর সেতুর নিচে পৌঁছলে দুটি মোটরসাইকেল দিয়ে আসা ৬ জন ছিনতাইকারি বাসচালক মো: শিপন মিয়া ও হেলপার রনি শেখকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি ও মারধর করে ঐ দিনের আয় ছিনিয়ে নেয়। এঘটনা চালক শিপন মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জুন লিখিত অভিযোগ করেন। এছাড়াও গত ১০ জুলাই রাতে কাঁচপুর সেতুর পশ্চিমপাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয় আরমানুল ইসলাম রোহান (২২) নামে একজন। এসময় তার ভাই আরমানুল ইসলাম রিপন (২০) ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর ১২ রাতে জেলা ডিবি পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তার আগে মৌচাক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো: আসাদুজ্জামান নূর। তিনি থানায় জিডি করলে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা ও স্মাট মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ। এছাড়াও গত ১৩ জানুয়ারি দিবাগত রাত ৩টায় আমেরিকা ফেরত প্রবাসী সাংবাদিক মোঃ আরিফ হোসেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কোন মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। গত বছরের ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) সাত দিনের ছুটি ভোগ করার জন্য নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) যাচ্ছিলেন। যাওয়ার পথে মাদানীনগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। জানতে চাইলে ছিনতাইর ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই দাবি করে সাইনবোর্ড ও কাঁচপুর সেতু পর্যন্ত মহাসড়কের দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) একে.এম শরফুদ্দিন বলেন, ছিনতাই প্রতিরোধে রাতে মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি টহল টিম কাজ করছে। আরেকটি টিম দেওয়ার প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্থতম সড়ক। সবসময় এসড়ক দিয়ে বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। সড়কে বিভিন্ন ধরনের অপরাধ হয়। ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের চেষ্টার কোন ত্রুটি নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা