
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের অডিট সুপার জাহাঙ্গীর আলম। প্রায় তিন দশক ধরে ঘুরেফিরে নারায়ণগঞ্জেই আছেন। তাকে বিভিন্ন সময়ে অন্য জেলায় বদলি করা হলেও কিছুদিনের মাথায় আবার নারায়ণগঞ্জে চলে আসেন তিনি। কিন্তু এবার তাকে পদোন্নতি দিয়ে বদলির আদেশ দেয়া হলেও গত ২৮ দিন ধরে তিনি স্বপদেই বহাল রয়েছেন। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অডিটের চিঠি পাওয়া বিভিন্ন ভূমি অফিসে। তার এমন কা-ে বিস্মিত স্থানীয় ভূমি অফিসে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। তবে জাহাঙ্গীর আলম বলছেন, চলতি মাসের ২৭ তারিখ তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। সূত্রমতে, গত ১৮ জুন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের ৮ই জুন একটি স্মারকে প্রদত্ত সুপারিশ মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দুইজন কর্মকর্তাকে সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব), নন-ক্যাডার, ১ম শ্রেণি (৯ম গ্রেড) পদোন্নতি প্রদান করা হলো। এরমধ্যে একজন হলেন নারায়ণগঞ্জ হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব) জাহাঙ্গীর আলম। তবে পদোন্নতিপত্র পাওয়ার পরও তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেননি। উল্টো এ পত্র পাওয়ার পর কয়েকটি ভূমি অফিসে চিঠি দিয়ে অডিট করার কথা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, ৫ই জুলাই মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ফতুল্লা ইউনিয়ন ভূমি অফিস, এনায়েতনগর ইউনিয়ন ভূমি অফিস, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস, ফতুল্লা রাজস্ব সার্কেল ও ফতুল্লা রাজস্ব সার্কেলের ভিপি শাখায় ২০২২-২৩ সালের অডিট করা হবে। কিন্তু নিয়ম থাকলেও রহস্যজনক কারণে ঢাকাস্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অডিট করা হবে এই সংক্রান্ত অবগতিপত্র দেয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূমি কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলম প্রায় ৩ দশক ধরে ঘুরেফিরে নারায়ণগঞ্জে কর্মরত রয়েছেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের এক সময়কার পাওয়ারফুল কেরানি কুতুবউদ্দিন ওরফে ভূমি কুতুবের আস্থাভাজন হয়ে নানা কায়দায় বদলি ঠেকিয়ে এখানে রয়েছেন। কখনো বদলি হলেও কিছুদিন পর আবার নারায়ণগঞ্জের দায়িত্বে চলে আসেন। এবারো বদলি ঠেকাতে কয়েকটি ভূমি অফিসে অডিট করার কৌশল নিয়েছেন তিনি। ফলে ২৮ দিনেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এ বিষয়ে অডিট সুপার জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চলতি মাসের ২৭ তারিখ নতুন কর্মস্থলে যোগদান করবো। কিন্তু বদলির আদেশের ১৬ দিন পর অডিট করার চিঠি দিতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯