আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৮

জলাবদ্ধতা নিরসনে পিলকুনীবাসী

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৩ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এলাকাবাসীর উদ্যোগে ১৫দিনের চেষ্টায় পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসন হয়েছে। এলাকাবাসীর এই উদ্যোগের খবরে ছুটে এসেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। গতকাল সোমবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে ধন্যবাদ জানান। এসময় তিনি এলাকার সমস্যা সমাধানে এলাকাবাসীকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। সেন্টু বলেন, আমি আপনাদের সেবা দিতে চাই যেকোন সমস্যা হলে আপনারা আমার নিকট সরাসরি চলে আসবেন। আমি আপনাদের পাশে আছি আপনাদের এলাকার যে কোন উন্নয়ন করতে পারলে আমি খুশি। তিনি বলেন, ইতিমধ্যে আমি আপনাদের এলাকার বেশ কয়েকটি রাস্তা, ড্রেন করেছি।প রে তিনি পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পানি জমার কারন হিসেবে রাস্তা নিচু হিসেবে বিবেচিত করেন। পরে তিনি এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে আলহাজ্ব বাহারুল, সাবেক মেম্বার আমজাদ, আলহাজ্ব বাহারুল হক বাহু, আলমগীর মোল্লাকে নিয়ে নারায়ণগঞ্জের সদর উপজেলার ইঞ্জিনিয়ারদের নিকট পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ও হিন্দু পাড়ার ২৭০০ফুট নিচু রাস্তাটি উচু করার আবেদন করবেন। সাবেক মেম্বার আমজাদ হোসেন মোল্লা ও আলহাজ্ব বাহারুল হক বাহু জানান, আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে ১৫দিন যাবৎ পিলকুনি এলাকার সকল ড্রেন পরিস্কারের কাজ সম্পন্ন করেছি। পাশাপাশি রাস্তার উপরের কাদা মাটি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আমজাদ হোসেন মোল্লা, আলমগীর হোসেন মোল্লা, আলহাজ্ব বাহারুল হক বাহু, কাউসার খন্দকার, নুরু, তালেব, রবিন, সিফাত, হাসিবুল হাসান নিলয়, আরমান, শাকিল, জয়,তম্ময়, অমি, সুমন, রাজু ও রনি প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা