আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২০

আড়াইহাজারে গর্তখুড়ে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ^াশুড়ি গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৩ | ১০:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারে মানসুরা (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করে তার মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে পুলিশ মাটিচাপা অবস্থায় গত সোমবার রাতে স্থানীয় গাজীপুরাপূর্বপাড়া তার শ^শুড় বাড়ির পাশে একটি ঝোপের মাটিচাপা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের শিকার গৃহবধূ স্থানীয় গোপালদী পৌরসভার রামচন্দ্রী স্কুলপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে। এঘটনায় গৃহবধূর স্বামী আশাবুল ও তার মা সেলিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। আশাবুল বিশনন্দী ইউনিয়নের গাজীপুরার পূর্বপাড়া এলাকার দুলহাসের ছেলে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মৃতের বাবা আবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মৃতের মা হেলেনা বেগম বলেন, আমার মেয়ে মানসুরাকে আড়াই বছর আগে পারিবারিকভাবে গাজীপুরার পূর্বপাড়া এলাকার দুলহাসের ছেলে আশাবুলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের সময়ে বরপক্ষের চাহিদা মাফিক দুইশতাধিক বরযাত্রীর মেহমানকে খাওয়ানোসহ নগদ অর্থ ও অন্যান্য মালামাল যৌতুক হিসাবে প্রদান করি। কিন্তু তাতে তারা ক্ষান্ত হয়নি। আমার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিতে থাকে তার শ^শুর বাড়ির লোকজন। তাতে আমরা রাজী না হলে তার ওপর নির্যাতন শুরু হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা করা হয়। মামলাটি চলমান। মৃতের মামা মোহাম্মদ আলী বলেন, বেশ কিছু দিন ধরে মানসুরা তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি রামচন্দ্রীতেই বসবাস করছিল। আদালত থেকে মামলার হাজিরা দিয়ে এসে ১০ জুলাই আমার মেয়েকে মোবাইলে ডেকে নেয় তার স্বামী আশাবুল। পরে সে আর বাড়িতে ফিরেনি। খোঁজখবর নিতে তাদের বাড়িতে যাই। তারা আমাদের সঙ্গে র্দুব্যবহার করতে থাকে। পরে আমাদের সন্দেহ হয়। পরে আমরা আড়াইহাজার থানার পুলিশকে বিষয়টি জানাই। পুলিশসহ আমাদের লোকজন ফের মানসুরার শ^শুর বাড়িতে গেলে তারা তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা মানসুরাকে হত্যা করার পর মরদেহ গুমের কথা শিকার করেন। এক পর্যায়ে তাদের দেখানো স্থান থেকেই ঝোপের মধ্যে গর্তখুড়ে গলিত মরদেহ উদ্ধার করা হয়। মানসুরার নুর মোহাম্মদ নামে দেড় বছর বয়সি এক পুত্র সন্তান রয়েছে। তিনবোন ও দুই ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল। এ ঘটনার পর থেকে মৃতের বাড়িতে তার পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। শান্তনা দিতে আশপাশের শতশত নারী-পুরুষ ভিড় করছিলেন। তারা এই হত্যাকান্ডের দ্রুত বিচারেরও দাবী জানান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মৃতের স্বামী ও শ^াশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা