
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত বন্দর থানা এবং উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও চাঙ্গা করতে গিয়ে হচ্ছে না। ক্ষমতাসীন দলের অবস্থা বন্দরের মাটিতে অনেকটা বিরোধী দলের মত। বন্দরের মাটিতে বিএনপি যতটা সুযোগ পাই, তারচেয়ে অনেকটা কম যায় আওয়ামীলীগ। আওয়ামীলীগ দীর্ঘদিন পর সম্মেলন শুরু করলেও গত রবিবার দেখা মিলে আরেক চিত্র। মহানগর সেচ্ছাসেবকলীগ ৯টি ওর্য়াড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় গত রোববার। সম্মেলনে দেখা দিয়েছে ক্ষমতাসীন দলের (বন্দরে) প্রকাশ্য বিরোধ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদকে অতিথি না করায় মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন জেলা যুবলীগ নেতা খান মাসুদ। গত রবিবার বিকেলে ২২নং ওয়ার্ডে বন্দর খান বাড়ি এলাকায় অনুষ্ঠিত সম্মেলনের মঞ্চে উঠে আয়োজকদের উদ্দেশ্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করে খান মাসুদ বলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ বন্দরের আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিভাবক। তাঁকে দাওয়াত না দিয়ে এ সম্মেলন করাটা শোভনীয় নয়। এ ঘটনায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় অনুষ্ঠানস্থলে অসংখ্য নেতাকর্মীরা করতালি দিয়ে খান মাসুদের প্রতিবাদকে সাধুবাদ জানান। প্রতিবাদকালে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব সরকার ও ফারুক হোসেন জনি। প্রতিবাদী স্লোগান দেন স্থানীয় যুবলীগ নেতা ডালিম হায়দার, উজ্জল, শেখ মমিন, হোসেন প্রধান, সুকমল, লাভলু প্রধান, কামাল হোসেন, হেলাল মৃধাসহ ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন মানু, রায়হান কবিরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সূত্র মতে, ২০০১ থেকে পাঁচ বছর বিএনপি ও টানা ১৫ বছর যাবৎ জাতীয় পার্টির দখলে রয়েছে সদর-বন্দর আসনটি। ফলে নারায়ণগঞ্জ সদরে জেলা ও মহানগর আওয়ামী লীগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হলেও বন্দরে আওয়ামী লীগের সাংগঠনিক দিনে দিনে দুর্বল হয়ে পড়েছে। এর জেরে চলতি বছরে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার জন্য বন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিয়ে এখনো পরিষ্কার হয়ে উঠেনি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে বন্দর থানা শাখা। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৫টি ইউনিয়ন পরিষদ নিয়ে বন্দর উপজেলা শাখা। এই বন্দর থানা ও উপজেলা এক সময় মহানগর আওয়ামী লীগের অধীনে রয়েছে বলে প্রচার করে নেতারা। এনিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বাকবিতন্ডতা সৃষ্টি হয় মহানগরের নেতাদের। পরে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বন্দর থানা শাখাকে মহানগর ও বন্দর উপজেলা শাখাকে জেলা আওয়ামী লীগে করার ঘোষণা দেয় কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে বন্দর উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। নবীন ও অল্প বয়সে ছেলেরা কমিটিতে ঠাঁই নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছিল, যারা ছাত্রলীগ বা যুবলীগ করেনি তাঁরা সরাসরি আওয়ামী লীগের পদ-পদবী পেয়েছে। এতে আওয়ামী লীগ কত শক্তিশালী হবে তা নিয়েও প্রশ্ন উঠে। প্রতিপক্ষ নেতারা অভিযোগ করে বলেন, এখানে বিএনপি ও জাতীয় পার্টি ঘেঁষা নেতা ও তাদের ছেলেদের কমিটিতে স্থান করে দিয়েছে বন্দর থানা উপজেলার সভাপতি ও সেক্রেটারী। স্থানীয় এমপি প্রভাবে তাঁরা আওয়ামী লীগকে দুর্বল করার জন্য পূর্ণাঙ্গ কমিটিতে লিপ্ত হন। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত বন্দর থানার ৯টি ওয়ার্ড ২০ বছর পর জানুয়ারি মাসে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাত্র একটি ওয়ার্ডের সভাপতি ছাড়া কাউকে নির্বাচিত ঘোষণা করতে পারেনি সম্মেলনের নেতারা। এনিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মধ্যে আবারো মতানৈক্য সৃষ্টি হয়। ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারী ভাগবাটোয়ারা নিয়ে বাকবিতন্ডতা ও বিরক্তের মতো ঘটনা ঘটে। এসব কারণে এমপি শামীম ওসমান ও সভাপতি আনোয়ার হোসেন একে অপরের বিরুদ্ধে কথাও বলেছেন। এতে বিরক্ত হয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ড সম্মেলন স্থগিত ঘোষণা করেন। ২০ বছর পর ওয়ার্ড ও থানা সম্মেলনের আশা সৃষ্টি হলেও নেতা নির্বাচিত করতে না পারাকে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা বলে আখ্যা দিয়ে নেতারা। বন্দরের নেতারা জানিয়েছে, এখন রাজনীতি নেতাদের অন্তর্গত হতে হয়। বন্দরে রাজনীতিতে বর্তমানে তিন ভাগে বিভক্ত রয়েছে। এক হলো মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, দুই হলো এমপি শামীম ওসমান ও খোকন সাহা ও তিন হলো জাতীয় পার্টি এমপি সেলিম ওসমান পছন্দের নেতারা। তাদের চাহিদা মোতাবেক সব কিছু সম্ভব বন্দর আওয়ামী লীগের। ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী হওয়ার জন্য আনোয়ার হোসেন ও খোকন সাহা পছন্দের নেতাদের নাম শুনা গেছে। যারা বন্দরে এতদিন নিস্ক্রিয় রয়েছে, বিভিন্ন কারণে সামাজিক অবস্থা দুর্বল ও মাদক ব্যবসায়ীদের শেল্টাদের নাম রয়েছে ৯টি ওয়ার্ডে ও বন্দর থানা কমিটির গুরুত্বপূর্ণ পদে। সব মিলিয়ে বলা যায়, নাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পক্ষে সকল মাঠে থাকলেও চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পক্ষে কারা মাঠে থাকবে? দলের সভানেত্রী শেখ হাসিনা কাছে আওয়ামী লীগের প্রার্থী চেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেছেন, জাতীয় পার্টির এমপি যাটাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিষ্ট হয়ে পড়েছে। আওয়ামী লীগ দুর্বল করার জন্য ওরা সবসময় এমপির পিছনে কো কো করে থাকে। দলের পদ নিয়ে মধু খেতে এমপির সাথে সব সময় থাকে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী যাকেই দেন আমরা বিজয়ী ছিনিয়ে আনবো। এবার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের (বন্দরে) প্রকাশ্য বিরোধ ও কোন্দলের বহিঃপ্রকাশ ঘটেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯