আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

রাজবাড়ি পুকুরপাড় সড়কটি মরণ ফাঁদ

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৩ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ী পুকুরপাড় এলাকায় নিরাপত্তা প্রাচীর না থাকায় মৃত্যুঝুকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকায় বসবাসরত মানুষ। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ি পুকুরপাড় এলাকায় গিয়ে এ চিত্রটি পরিলক্ষিত হয়। জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ী পুকুরপাড় এলাকাটি অত্যন্ত ঝুকিপূর্ণ। এর কারন হচ্ছে পুকুরপাড় ঘেষে কোন নিরাপত্তা প্রাচীর নেই। যার কারনে যে কোন সময় দূর্ঘটনায় কবলিত হতে পারে মানুষ। কয়েকদিন পূর্বে পুকুরটি ঘেষে একটি দেয়াল ধ্বসে পুকুরের পানিতে পতিত হয়েছে। এমনকি রাতের অন্ধকারে যানবাহন চলাচলে চরম ঝুকি নিয়ে আসতে হয়। সরকারী চাকুরীজীবী,আইনজীবী,ব্যবসায়ী,প্রবাসী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশু শিক্ষার্থীসহ অসংখ্য সাধারন মানুষ ওই এলাকায় বসবাস করে। এলাকাটি ঘনবসতি হওয়ায় ওই পথ দিয়ে সাধারন মানুষের চলাচলও বেশি। যার কারনে পুকুরপাড় ঘেষে নিরাপত্তা প্রাচীর থাকলে বড় ধরনের দূর্ঘটনা থেকে বাচবে ওই এলাকার মানুষ। স্থানীয় ওয়ার্ডের লোকজন একাধিকবার কাউন্সিলর সুলতান আহমেদকে এ বিষয়ে অবগত করলেও তেমন কোন সারা পাওয়া যায় নাই। তাই রাজবাড়ি পুকুরপাড় এলাকায় মৃত্যুঝুকি থেকে বাচতে ওয়ার্ডবাসী নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর হস্তক্ষেপ কামনা করছে। এ ব্যাপারে রাজবাড়ি এলাকার সোহাগ বলেন, রাজবাড়ি পুকুরপাড় রাস্তাটির পাশে নিরাপত্তা প্রাচির না থাকায় চরম ঝুকিতে রয়েছে মানুষ। এই পথ দিয়ে অটোবাইক, রিক্সা, হোন্ডাসহ নানা যানবাহন চলাচল করে। সিটি কর্পোরেশনের লাইটগুলোও নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকাওে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, আমি মেয়র মহোদয়কে অবগত করেছি। খুব দ্রুত তিনি এ সমস্যার নিরসন করবেন। এ ব্যাপারে ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন বলেন, রাজবাড়ি পুকুরপাড় এলাটির সমস্যা শুনেছি। আমি খুব শীঘ্রই যাব। জনগনের সমস্যা নিরসন করাই আমার কাজ। তবে আমি অসুস্থ্য থাকায় যেতে পারিনি। খুব দ্রুত এই সমস্যা নিয়ে মেয়র মহোদয়কে জানিয়ে সমস্যা নিরসন করব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা