আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১২

মদনপুরে প্রতিপক্ষের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে আতাউল্লাহ

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৩ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছে যুবক আতাউল্লাহ। ভূক্তভোগী আতাউল্লাহ উল্লিখিত এলাকার মৃত আহাম্মদ উল্লাহর ছেলে। এ ঘটনায় আতাউল্লাহ বাদী হয়ে মোঃ সবির (৪২), স্বর্গ (২২), লাকী (২৭), সুমী (৩৫) সর্ব পিতা- মৃত ইসমাইল, সর্বসাং-কেওঢালা, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে বিবাদী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আতাউল্লাহ জানান, ‘বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক। তারা আমার পৈত্রিক সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন যাবৎ আমার উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এ নিয়ে তাদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে। সেই পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা গত রবিবার বিকেল আনুমানিক ৫টায় আমার বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে ৩টি স্টীলের গেইট, ফার্নিচার, ১ তলা বিল্ডিং এর দরজা, জানালা, গোসলখানা ও রান্নাঘরের জানালা বিভিন্ন ধরণের ছেনদা, রামদা, হ্যামার ও শাবল দিয়ে কুপিয়ে ভাংচুর করে আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতিসাধনসহ প্রয়োজনীয় দলিলপত্রাদি নিয়ে গেছে এবং আমার বাড়ির বিভিন্ন ফলজ ও বনজ গাছ কর্তন করেছে। উক্ত বিবাদীরা আমাকে, আমার স্ত্রী ও দুই সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাদের হুমকি ধমকিতে আতংকিত হয়ে প্রাণভয়ে বিভিন্ন জায়গায় অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। গত ২ বছর আগেও তারা আমার বাড়িঘর ভাংচুর ও আমাকে হত্যাচেষ্টা চালায়। আমাকে মেরে মারাত্মকভাবে জখম করে। তাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে যাযাবরের মতো আমি জীবন যাপন করছি। ইতিপূর্বে তারা লক্ষাধিক টাকার পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। বিবাদীদের অত্যাচারে আমার সন্তানদের ভরণপোষণ করতে পারছিনা এবং তাদের শিক্ষা গ্রহণ বাধাগ্রস্থ হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরকে বহুবার আমার অসহায়ত্বের কথা জানালেও আমি কোন বিচার পাইনী। বর্তমানে আমি সহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তাই এ ঘটনায় আইনী সহায়তা পেতে নারায়ণগঞ্জের মাননীয় পুলিশ সুপার, বন্দর থানার ওসি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা