
ডান্ডিবার্তা রিপোর্ট গত ১ সপ্তাহের ব্যবধানে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে আবারও বেড়েছে লাশ উদ্ধারের সংখ্যা। লাশের সংখ্যা বৃদ্ধির ফলে নগরবাসীর মনে কাজ করছে উদ্বেগ । গত ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এই ১ সপ্তাহে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, ১৩টি লাশ উদ্ধারের মধ্যে সড়ক দুর্ঘটনায় ৫ জন, হত্যাকা-ে ২ জন এবং ৬ জনের অপমৃত্যু হয়েছে। গত ৯ জুলাই মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সংঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাকিব হাসান অন্তর (১৭) নামের এক কিশোর। ঘটনাটি ঘটে গত রোববার রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ ফারুকের বাড়ির দ্বিতীয় তলায়। নিহত রাকিব হাসান অন্তর ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ ফারুকের বাড়ির ভাড়াটিয়া মো. মহসীনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। গত ১০ জুলাই সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পড়ে থাকা বিভাজকে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঢাকার দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)। গত সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কীচপুর সেতুর পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ি নিহত টুটুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যান। একইদিন বন্দরে প্রেমে ব্যর্থ হয়ে শিখা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গত রোববার রাতে যেকোনো সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহননকারী স্কুল ছাত্রী শিখা আক্তার উল্লেখিত এলাকার শাহিন সরদারের মেয়ে। গত ১১ জুলাই আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোহর আলী (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহত মোহর আলী উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকার মৃত কালাই মিয়ার ছেলে। এর আগে ওই দিন সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সড়কের মানিকপুর বাজার এলাকায় বাড়ি যাওরয়ার পথে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। একইদিন আড়াইহাজারে পানিতে ডুবে শ্রীবন্তী (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রান্মন্দী ইউনিয়নের ব্রাম্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে। শ্রাবন্তী ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বান্ধবিসহ খেলা করছিল শ্রাবন্তী। হঠাৎ পাশে থাকা পানিবর্তী একটি গর্তে পড়ে ডুবে যায় সে। পরে তার বান্ধবি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন রোহান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এতে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার ছোট ভাই মো. রায়হান (২০)। এর আগে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। চাকরির জন্য গ্রাম থেকে গত সোমবার রাতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় তারা। নিহত রোহান ও আহত রায়হান চট্টগ্রামের পটিয়ার দক্ষিণঘাটা গ্রামের মো. হোসাইন মিয়ার ছেলে। রোহান মাইফুলা কবির কারিগরি স্কুল আ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। গত ১২ জুলাই বন্দরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা হলেন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান (৩৫) ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। নিহতরা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। গত বুধবার বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় অলিম্পিক কারখানার পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মদনপুর থেকে জাঙ্গাল এলাকায় যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন তারা। গত ১৩ জুলাই আড়াইহাজারে হাত-পা বাধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকা থেকে মরদেহটি উজার করা হয়। নিহত রুবেলের গ্রামের বড়ি নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। তিনি সাতথাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শ্বশুর ইদ্রিস আলীর বাড়ির পাশে জমি কিনে বসবাস করতেন। এছাড়া তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একইদিন ফতুল্লায় নির্মানাধীন একটি বহুতল ভবনে ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মান শ্রমিক নিহত হন। গত বৃহস্পতিবার বিকেলে ভূঁইগড় এলাকায় সীমান্ত টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনারগী উপজেলার বেহাকৈর গ্রামের শাহজাহানের ছেল তোবারক ও সুনামগঞ্জ জেলার জামালপুর গ্রামের আবদুর রউফের ছেলে শহিদ। তারা দু’জন ভবনটির নির্মাণ শ্রমিক ছিলেন। গত ১৪ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. হারুন (৫৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হারুন ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯