আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

এক দফা ও শান্তি সমাবেশে উত্তপ্ত রাজনীতি!

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে রাজপথে রয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি। অপরদিকে, আন্দোলনের নামে বিএনপির নৈরাজ্যেরন প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী চালিয়ে আসছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জের রাজনীতিতে ক্ষমতাসীন দল এবং মাঠের প্রধান বিরোধীদলের রাজনৈতিক কর্মকান্ডে উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনীতি। সূত্রমতে, এক দফা দাবিতে মাঠে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা পালনে গত মঙ্গলবার জেলাব্যাপী কর্মসূচী পালন করেছেন বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার বিকালে সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে অবস্থান নেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। সরকার পদত্যাগের এক দফা দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রায় হাজারো জনতা অংশ নেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড় থেকে সাইনবোর্ড মোড় এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড মোড় পর্যন্ত আলাদা দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। কাঁচপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। এই পদযাত্রায় আরো অংশ নেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়া প্রমূখ। অপরদিকে জালকুড়ি থেকে শুরু হওয়া পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, সিদ্ধিরগঞ্জ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিএইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন প্রমূখসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা। ব্যাণার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ। শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে। এসময়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন বলেন, কেন্দীয় নির্দেশনা মোতাবেক ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন। অতীতেও আমরা কেন্দ্রীয় নির্দেশনা পালনে আমরা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে আসছি। কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে আসব। যত বাধাই আসুক না কেন স্বেরাচারী এ সরকারের পতন ব্যতিত আমরা ঘরে ফিরে যাবেন না বলেও তিনি জানান। প্রসঙ্গত, গত ১২ জুলাই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে নেতা কর্মীরা। এছাড়া নেতাকর্মীরা মাথায় বিভিন্ন রঙের টুপি পরে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, বিএনপির এক দফা দাবির বিপরীতে গতকাল বুধবার শান্তি সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিএনপি জামাত জোটের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। খোকন সাহা বলেন, ২০০১ সালের পর থেকে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। এই নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে এই অর্জনকে আমরা ভূলুণ্ঠিত হতে দেব না। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়ার কোন সুযোগ নাই। ওরা (জামাত বিএনপির) তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেছিল। এখন ওরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আগুন সন্ত্রাস করছে। পবিত্র জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে। বিএনপি জামাতকে বন্ধ করতে হবে অপরাধনীতি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। ঘরে ঘরে গিয়ে সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া লেগে গেছে তা আপনাদেরকে প্রচার করতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই যারা হিরো আলমকে আঘাত করেছে তাদের বিচার করা হোক। হিরো আলমকে আঘাত করেছে ঢাকা দক্ষিণ যুবদলের অন্যতম সদস্য ইমরান খান। আমার কাছেও দলের কাছের প্রমাণ রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে বিকেল তিনটা থেকেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা