আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

বিএনপি’র পদযাত্রা নিয়ে ক্ষুব্ধ আ’লীগ

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৩ | ১০:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে ব্যাপকভাবে গর্জে উঠেছে। র্দীর্ঘদিন ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নিয়ে রাজপথে থাকলে ও এবার ভিন্নভাবে আরেক কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে যা হলো সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃ প্রতিষ্ঠার ১ দফা দাবি যার প্রথম চমকেই লড়ে চড়ে বসেছেন আওয়ামী লীগের রাজনীতি এমনটাই দাবি করছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও তারা বলছে আওয়ামী লীগ এখন নিজেদের পতন দেখতে পেয়ে সেই সুর বিএনপির দিকে ছুড়ে মারার চেষ্টা করছে যা হাস্যকর ছাড়া আর কিছু বলা যায় না। গত মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির পদযাত্রাকে তারা ‘বিজয়যাত্রা শুরু’ দাবি করলেও তাকে ‘পতনযাত্রা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি কী বলেছেন? পদযাত্রা, জনযাত্রা, বিজয়যাত্রা। আসলে পদযাত্রা পরাজয়যাত্রা। পদযাত্রা পতনযাত্রা শুরু হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কী দিয়েছে? তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগ দিয়েছে? তাদের কাছে দাবি করে কে, বিএনপি। কী পেয়েছে? একটা হাসের ডিম, ঘোড়ার ডিম।’ ‘আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংগ্রাম করতে হবে। তারা এলো, চলে গেলো। বিএনপিকে দিয়ে গেলো ঘোড়ার ডিম।’ তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।’ শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কথায় প্রধানমন্ত্রী সরে যাবেন? যতই ষড়যন্ত্র করেন, বিষোদগার করেন, কোনও লাভ হবে না। আমরা প্রতিটা নির্বাচনে শান্তি চাই।’ তার এই বক্তব্যেকে বিএনপির নেতাকর্মীরা হাস্যকর হিসেবে গ্রহণ করেছে। আর তাদের বক্তব্যের পাল্টা জবাবে বিএনপির নেতাকর্মীরা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক সাথাওয়াত হোসেন খান বলেন, এই পদযাত্রা আওয়ামী লীগের পতনের পদযাত্রা এটা তারা বুঝে গিয়ে এখন সেটা আমাদের উপর বিতারিত করতে চাচ্ছে। বর্তমানে ক্ষমতা হারানোর ভয়ে ওবায়দুল কাদের আবল তাবল বলছে। কারণ তারা বুঝে গেছে এখন এই দেশে আর তারা ক্ষমতায় থাকতে পারবে না। আর দীর্ঘ বছর তারা যেভাবে দেশের জনগণের টাকা লুটে অটল সম্পতির মালিক হয়েছেন সেগুলো হারানোর ও শীঘ্রই সরকারের পতন হবে সেই ভয়ে ওব্য়াদুল কাদের সাহেব এখন আবল-তাবল বকছেন। আপনারা আজকে দেখেছেন পুরো দেশে বিএনপি একটি জন জাগরণ সৃষ্টি করেছেন। এটার মাধ্যমেই আমরা বুঝতে পারি আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না। আমরা কোন অরাজনৈতিকতা না করে শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচারি সরকারের পতন ঘটাবো। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, এই সরকারের বিদায় ঘন্টা শুরু হয়ে গেছে। আর বেশিদিন বাকি নেই এই সরকারের এমপি, মন্ত্রীরা যেভাবে সাধারণ জনগণের টাকা লুটে খেয়েছে এখন সেটা তারা আর করতে পারবে না। আর তারা যে অরাজনৈতিকতা করছে এটার জাবাব ও তাদের এই রাজপথে দিতে হবে। তাই আমি বলতে চাই এখন আওয়মী লীগের ওবায়দুল কাদের শুধু নয় তাদের সকল নেতাকর্মী এখন দেওলিয়া হয়ে গেছে। তারা ভীত হয়ে পরেছে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ওবায়দুল কাদের সাহেবের মাথা এখন ঠিক নাই। আর বর্তমানে তারা তাদের পতন দেখতে পাচ্ছে যার কারণে অন্যের পতনের কথা চিন্তা করছে। বিএনপি বর্তমানে শান্তিপূর্ন আন্দোলণ সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের সাধারণ জনগণের সব থেকে প্রিয় বন্ধু হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে এই জাতীয়তাবাদী দল বিএনপি। যার কারণে এই ওবায়দুল কাদের এখন পাগল হয়ে গেছে প্রায় তাই কি না কি বলছে নিজেই বুঝতে পারছে না। এ বিষয়ে জেলা যুুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মহা সচিবের দায়িত্বে যে আছেন ওবায়দুল কাদের সাহেবের কথাবার্তা নিয়ে কিন্তু স্কুল কলেজের ছেলেমেয়েরা হাসি ঠাট্টা করে। তিনি একজন এতো বড় পদদারী হয়ে যদি এইসব কথা বলে মানুষ তাকে জোকার হিসেবে দেখে। যার কারণে আমি মনে করি বর্তমান আওয়ামী লীগ একটি জোকার সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। তারা বর্তমানে নিদিষ্ট কোন উপাধি দিয়ে কথা বলতে পারে না। যার কারণে আওয়ামী লীগের অবস্থান এখন শূণ্যের কোঠায়, এখন কোন সভা সমাবেশে তাদের কোন লোকজন হয় না। তাদের কথা তারা দীর্ঘ ১৫ বছর এতো উন্নয়ন করেছে তার ফলে ও তাদের সাথে কোন সাধারন মানুষ বা সাধারণ জনগণ সম্পৃক্ত করতে পারছে না। আর বর্তমানে বাংলাদেশের যে পেক্ষপট এই ক্ষেত্রে আওয়ামী লীগ যায় না। সেই ক্ষেত্রে বিএনপির যে পদযাত্রায় হয়েছে। আজকে আমি পুরো বাংলাদেশের কথা সাইডে রেখে নারায়ণগঞ্জের কথা বলি আজকের জেলা বিএনপির পদযাত্রায় আমরা সাইনবোর্ড চলে আসছি তারপরে ও কাচঁপুর এক মাথা রয়ে গেছে। এটা ইতিহাসের বিরল এতো লোক কখনো বিএনপির পথযাত্রায় হয় নাই। যার কারণে আমি মনে করি বিএনপির বর্তমানে জনসমর্থণ একটি দল হিসেবে পরিচিত হয়েছে। আর বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান যেভাবে দলটিকে গুছিয়েছে যার কারণে একটি মেসেজে সাধারণ জনগণ রাজপথে চলে আসে। আমি একটি কথা বলতে চাই ওবায়দুল কাদের যে বক্তব্য দেয় এটার কোন ভিত্তি নেই কোন বাস্তবতা নেই। মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন, আমি বলতে চাই আমরা যে পদযাত্রা করে যাচ্ছি এটা আওয়ামী লীগের পতন যাত্রা, আর বিএনপির জয়যাত্রা। সাধারণ মানুষের জয় যাত্রা, এটা আওয়ামী লীগের পতন পতনযাত্রা। কারণ আজকে এই পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষ এই পদযাত্রায় চলে এসেছে। আওয়ামী লীগ তার ক্ষমতা হারানোর ভয়ে ঢাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, শরিয়তপুরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, লক্ষ্মীপুরে হামলা করে প্রায় ১০০ এর বেশি লোকজনকে আহত করেছে আর দুইজন ছাত্রদল কর্মী আর আকেরজন বিএনপির কর্মীকে হত্যা করেছে। যার কারণে আমরা বুঝতে পারছি তারা এখন ক্ষমতা হারানেরা ভয়ে ভীত। তারা তাদের ক্ষমতার মজলসকে টিকিয়ে রাখার জন্য তারা বিএনিপর ভাইদের উপর আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে। আর তারা যে কথা বওে মানুষ তাদের এই কথা শুনে এখন হাসে। তাই আমি বলতে চাই এটা হলো এই স্বৈরাচারি সরকারের বিদায়যাত্রা। আর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই যদি নির দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে এই নির্বাচন না হয়। তাহলে বিএনপির হাইকমান্ড থেকে আরো কঠিন কর্মসূচি আসবে আমরা মহানগর ছাত্রদল বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলে ও এই স্বৈরাচারী সরকারকে পতন করে ঘরে ফিরবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা