আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১২

কবরস্থানের রাস্তার কাজে অনিয়ম ইউপি মেম্বারের বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসী

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৩ | ১০:৩৭ পূর্বাহ্ণ

রুপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মানিকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে গ্রামবাসী। তার বিরুদ্ধে কবরস্থানের রাস্তার কাজে চরম গাফলিতি ও অনিয়মের অভিযোগ করছে এলাকাবাসী। গ্রাম বাসী জানান, বড়ালু, পাড়া গাও সহ সাত গ্রামের একমাত্র কবরস্থানের রাস্তার জন্য কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন। ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার মানিক ও তার ভাই উক্ত টাকা আত্মসাৎ করে রাস্তার কাজ সঠিকভাবে করেননি। মাত্র দুইদিন বেকু দিয়ে মাটি কেটে রাস্তার উপর ফেলা হয়েছে, রাস্তায়টি ১৪ ফুট প্রশস্ত করার কথা থাকলেও তারা উক্ত রাস্তাটি ৬ ফিট কিংবা ৮ ফিট চওড়া করেছে। পূর্বের রাস্তা থেকে রাস্তাটি ৪ ফিট উঁচু করার কথা ছিল করেছে মাত্র ১ ফুট । রাস্তাটি কবরস্থানের লেভেল থেকে অনেক নিচু রয়েছে। কবরস্থানের গেটের সামনে রাস্তার মাটি সরে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়েছে। ফলে কোন লাশের খাট নিয়ে কবরস্থানে যাওয়া সম্ভব নয়। এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন আমরা কেউ মরে গেলেও আমাদের লাশটি কবরস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে না। ৬নং ওয়ার্ড বাসি এ ব্যাপারে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে মানিক মেম্বার বলেন আমি ৩ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। মাটি না পাওয়ায় কাজ সমাপ্ত করতে পারি নাই। ১২ ফুট রাস্তা করার কথা ছিল কোথাও ৮ফুট, ১১ ফুট, ১৪ ফুট চওড়া করেছি। ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বলেন, মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে দলের কোন নেতাকর্মীদেরকে মানিক মেম্বার কোন মূল্যায়ন করে না। ধর্মীয় ও সামাজিক সকল কাজে কাউকে পাত্তা দিতে চায় না। নিজের লোক দিয়েই সব কাজকর্ম করে। এলাকার উন্নয়নের ব্যাপারে এলাকাবাসীর কোন মতামত গ্রহণ করে না। মানিক মেম্বার দলীয় লোকদেরকে মিথ্যাচার করে দূরে সরিয়ে রাখে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা