আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৫

ওয়ান ইলেভেনে আ’লীগের অনেক নেতাকর্মীরাই দলকে মাইনাস করতে চেয়েছিল: আনোয়ার

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, আজকের এই শান্তির সমাবেশে প্রমাণ করে মহানগর আওয়ামী লীগ আজকে তারা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সংগঠন হিসেবে রুপ ধারণ করেছে। অনেকেই বলছে আমাদের নেতৃত্ব চলে যাচ্ছে। নেতৃত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার উপর। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে আনোয়ার-খোকন তোমরা কর্মসূচি চালিয়ে যাও আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। জননেত্রী শেখ হাসিনা আশীর্বাদ নিয়ে আমরা মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি পালন করছি। তাহলে আমাদের ব্যর্থতা কোথায়। যতটুকু ব্যর্থতা আছে তা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তৃণমূলের নেতাকর্মীর আপনার আমাদের শক্তি আপনার ঐক্যবদ্ধ হলে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিএনপি জামাত জোটের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির হিসেবে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন। গতকাল বুধবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। তিনি বলেন, ওয়ান ইলেভেন এর সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই দলকে মাইনাস করতে চেয়েছিল। সে সময় আমরাই কিন্তু জননেত্রী শেখ হাসিনা শক্তি ও সাহস যুগিয়ে ছিলাম। এরপরেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতাও উত্তীষ্ঠিত হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদেরকে বিশ্বাস করেছিলেন আমাদের কে বিশ্বাস করেছিল। তৃনমুল ঠিক আমরাও ঠিক। তৃণমূল যদি বিভ্রান্ত হয় তাহলে কিন্তু আমরাও বিভ্রান্ত হয়ে যাব। তাই আমি বলি আজকে ঐক্যবদ্ধ সংগঠনের কোনো বিকল্প নাই। তিনি বলেন, সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকে আর নেতৃত্ব যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি কি বিএনপির মরাবাপও যদি নারায়ণগঞ্জে আসে কেউ কোন নৈরাজ্য, আগুন, সন্ত্রাস করতে পারবেন না। কারণ আওয়ামী লীগের জন্ম নারায়ণগঞ্জ। বিএনপি যদি নারায়ণগঞ্জ নৈরাজ্য করে আর আমরা যদি কিছু করতে না পারি তাহলে এর চেয়ে জঘন্য আর কি হতে পারে। তাই আসুন আমরা সবাই একসাথে মাঠে নামি। যারা নেত্রীর বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে প্রতিহত করি। নেত্রীর বিরুদ্ধে স্লোগান দেন হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম। আরে বিএনপির সন্ত্রাসী মস্তানরা তোদের কাছে আমার প্রশ্ন শামিলভাবে কথাবার্তা বলবে। আমাদের হাত যদি উঠে যায় তাহলে কিন্তু হাত আর নামানো যাবে না। কথাবার্তা শামিলভাবে রাখবা কথাবার্তা টেটবেট হলে আমরা কিন্তু ছাড়বো না। নারায়ণগঞ্জের মাটি এখনো কিন্তু শান্ত রয়েছে আমরা কিন্তু অশান্ত করি নাই। শেখ হাসিনা বলেছে আমাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে। যাতে করে বিএনপি কোন অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। সেজন্য আমাদেরকে মাঠে থাকা নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, ২০০১ এর পরে আপনারা কি করেছেন। সারা নারায়ণগঞ্জ-এর সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিলেন আওয়ামী লীগের অফিসের তালাবদ্ধ করে দিয়েছিলেন। আমরা ক্ষমতা এসে কোন আগুন সন্ত্রাসী কোন কার্যকলাপ করি নাই। পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আর আপনাদের আমলে মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করত। বিএনপির আমলে হাওয়া ভবনের সৃষ্টি হয়েছিল। কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের আমলে উন্নয়নের উন্নয়ন মেট্রোরেল থেকে শুরু করে পদ্মা সেতু। আপনারা তো সবাই আওয়ামী লীগের উন্নয়ন দেখেছেন। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের উন্নয়ন করে। আওয়ামী লীগের উন্নয়নে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আমরা তাদেরকে ছাড়বো না। সমাবেশের নামে দেশের মানুষের জানমালের ক্ষতিসাধন করবেন আমরা কিন্তু আপনাদেরকে ছাড়বো না। এড. খোকন সাহা বলেন, ‘বিএনপি-জামাত যখনই কোথাও কোন নৈরাজ্য করবে তখনই আপনারা আমাদের নির্দেশের জন্য অপেক্ষা না করে ওদের প্রতিহত করবেন। নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘাটি ছিলো এবং থাকবে। যারা নৈরাজ্যমুলক বা অশ্লীল বক্তব্য দিবে, প্রয়োজনে তাদের জিভ ছিঁড়ে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবেন। তবুও নেত্রীর প্রশ্নে কেউ আপোষ করবেন না।’ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল, এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা আক্তার মালা, আওয়ামী লীগ নেতা এসএম পারভেজ, জেলা কৃষক লীগের আহ্বায়ক এড. ওয়াজেদ আলী খোকন, সদস্য সচিব শাহ জামাল খোকন, সিদ্ধিরগঞ্জ আদমজি আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারি, মহানগর তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম শাহেদ। সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. প্রফেসর আতিকুজ্জামান সোহেল, প্রচার সম্পাদক এড. মুজাহিদ পলু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল, মহানগর কৃষক লীগের আহ্বায়ক কবির হোসেইন, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, মহানগর আওয়ামী লীগ নেতা শিখন সরকার শিপন, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদু, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, তাতী লীগ নেতা মুকুল হোসেন রাসেল, জব্বার মোল্লা, আল আমিন, শিপলু, মোহসিন, সাগর সরকার। আরও উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসএম নয়ন, তানজীম কবীর সজিব (সজু), আল-আমিন, আওয়মী লীগ নেত্রী সর্নালি আক্তার, সিদ্ধিরগঞ্জ আদমজি আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ভুইয়া বাদল, মহসিন ভুইয়া, নাসরিন সুলতানা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা, জসিমউদ্দিন, কামাল হোসেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ইকবাল হোসেন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক পল ঘোষাল, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ ওমর খালেক, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ, আসাদুল্লাহ, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কবির হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন জসু, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী শহিদ, গোলাম সারোয়ার সবুজ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কমল, রহমান সজু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ, ফারুক হোসেন জনি, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এড. মামুন সিরাজুল মাজিদ, ইসলাম পলুসহ মহানগর আওয়ামী লীগ, কৃষকলীগ, তাতী লীগ, স্বেচ্ছাসেবকলীগের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা