
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধে অযাচিত মন্তব্য করে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। আওয়ামী লীগের একজন প্রবীন পোড়খাওয়া রাজনীতিবিদ যিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সেই নেতার বিরুদ্ধে তির্যক মন্তব্যের পর ক্ষোভে ফুসে উঠেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তৃণমূল কর্মীরা। এ বিষয়ে বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন এ প্রতিনিধিকে বলেন, জাকিরের ভূমিকা আমি কখনো সুদৃষ্টিতে দেখিনাই আর দেখবোও না। কারন জাকির প্রকৃত আওয়ামী লীগের লোক না। সেজন্য তাকে আমি পছন্দ করিনা আর ভবিষ্যতেও পছন্দ করবোনা। নৌকার বিষয়ে যে কথা সে বলেছে সেটার ব্যাখ্যা হলো, চেয়ারম্যান নির্বাচনে তার জন্য নৌকার লোকেরাই পরিশ্রম করেছে এবং ভোট দিয়ে তাকে পাশ করিয়েছে। নির্বাচনে অংশ্রগ্রহন করার জন্য আলীরটেকে আওয়ামী লীগের লোকের অভাব নাই। তাকে কেন ধরে এনে নমিনেশন দিতে হবে। যারা তাকে নমিনেশন দিয়েছে তারাও এ বিষয়টা বুঝে যে সে নৌকার লোক না। আমি শুনেছি জাকির পিস কমিটির, শান্তি কমিটির লোক, রাজাকারের লোক। তারপরেও তাকে ধরে এনে নৌকার নমিনেশন দেয়া হলো। এটা যারা করেছে তাদের কাছেও আমার প্রশ্ন, আলীরটেকে কি আওয়ামী লীগের লোকের অভাব ছিলো? নেতা না থাকলেও হাজার হাজার কর্মী আছে। সেখন থেকে একটা কর্মীকে মনোনয়ন দিতো। ওই কর্মীকে দিলেও সে নৌকা প্রতীকে বিপুল ভোটে পাশ করতো। কিন্তু তারা সেটা না করে জাকিরকে দিলো। আজকে কেন জাকির আওয়ামী লীগের লোকদের বিতর্কিত করছে সেটাও বুঝতে হবে। এই কর্মকান্ডের জন্য জাকিরের বিচার হওয়া উচিত। জাকিরের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে জাকির যে অভিযোগ করেছে আমরা আওয়ামী লীগের লোকেরা তার প্রমান চাই। সে প্রমান দেখাক। এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রায় দুই বছর আগে র ঘটনা তখন প্রকাশ না করে দুই বছর পরে কেন সেটি প্রকাশ করলো চেয়ারম্যান জাকির তা নিয়ে রয়ে গেছে ধু¤্রজাল। প্রসঙ্গত, সর্বশেষ চেয়ারম্যান জাকির হোসেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। যা নিয়ে বইছে সমালোচনার ঝড়। অতিতে তার বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ না করায় এবার খোদ দলের সভাপতির বিরুদ্ধে বাজে মন্তব্যের সাহস দেখিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। উল্লেখ্য, এর আগেও স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন জাকির হোসেন। সেবার তিনি ঘরোয়া এক বৈঠকে নেতাকর্মীদের সাথে আলোচনাকালে বলেছিলেন, ‘নৌকা প্রতীকে নির্বাচন না করলে আরো বেশী ভোটে তিনি নির্বাচিত হতেন।’ তার এমন বক্তব্যের পর ক্ষোভে ফেঁটে পড়েছিলেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ কেন্দ্রে এ বিষয়ে অভিযোগও দেয়া হয়েছিল। কিন্তু তার কোন সূরাহা হয়নি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯