আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২১

কঠোর অবস্থানে বিএনপি-আ’লীগ

ডান্ডিবার্তা | ২২ জুলাই, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে দুই দল। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাজপথে থেকে মাঠে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। তাদের বিপরীতে পাল্টা কর্মসূচি নিয়ে রাজনৈতিক মাঠে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে কেউ মাঠ ছাড়ছে না। এদিকে জানা যায়, গত ১২ জুলাই বিএনপির পল্টনের নিজস্ব কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা দাবী জানিয়েছে বিএনপি। অপর দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জানিয়েছেন এটাই তাদের এক দফা। প্রধান দুই রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে থাকায় রাজনীতি পরিস্থিতি এখন টান টান উত্তেজনা রয়েছে। আজ বিএনপি কর্মসূচি দিলে কাল আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। আর এই নিয়ে দুই দলের নেতা কর্মীরা মাঠে রাজনীতিতে চাঙ্গা রয়েছেন। দলীয় সূত্রমতে, বিএনপিকে সরকারবিরোধী আন্দোলন বা রাজনীতির মাঠ দখলের সুযোগ দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন মন্তব্য করে যাচ্ছে। এ মুহূর্তে সরকারের বিরুদ্ধে রাজপথের যেকোনো কর্মসূচি প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কখনো শান্তি সমাবেশ আবার কখনো তারুণ্যের জয় যাত্রা সমাবেশ নিয়ে মাঠে অবস্থান করছেন। তবে কেউই রাজনীতির মাঠ ছাড়ছে না। ইতোমধ্যে দুই দলের এক দফা নিয়ে জুলাই থেকেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমে এক দফা দাবী ঘোষণা দিয়েছে। আর তা হলো সরকারকে পদত্যাগ করতে হবে। দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনীতির মাঠ অনেকটা উত্তপ্ত হয়ে আছে। কিছু জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই বলা হয়েছে শোকের মাস আগস্টের কারণে মাঠের কর্মসূচি থেকে বিরত রয়েছে দলটি। তবে সেপ্টেম্বর থেকে তারা মাঠে থাকবে এবং আন্দোলনের নামে কেউ সহিংসতা তৈরির চেষ্ট করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ দখলে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে প্রধান প্রতিপক্ষ বিএনপি যাতে রাজনীতির মাঠ দখলে নিতে না পারে সেজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করবে। কোনোভাবেই বিএনপিকে তারা রাজপথ দখলে নিতে দেবে না। রাজপথ বিএনপির দখলে গেলে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন। আর এজন্য ক্ষমতাসীন দল শান্তি সমাবেশের পাশাপাশি এবার জেলা মহানগর যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে। আর আজ শনিবার জেলা মহানগরে তারুণ্যের শোভা যাত্রা হবে। আর এজন্য তারা প্রস্তুতি সভাও করছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ যুবলীগও কোন অংশে পিছিয়ে নেই। আওয়ামী লীগের দাবী, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপি আরেকটি ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আমরা রাজনৈতিকভাবে সব কর্মসূচি মোকাবেলা করবো। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোরভাবে দমন করবে। বিএনপির আন্দোলন মানে সহিংসতা, জনগণের সম্পদে আগুন দেওয়া, তাই তাদের কোনো অপকর্ম আওয়ামী লীগ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। অপরদিকে বিপরীতে একের পর এক আন্দোলন নিয়ে গতকাল পর্যন্ত মাঠে রয়েছে বিএনপি। তারা কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন ঘটাতে মরিয় হয়ে রয়েছে। ইতোমধ্যে বিএনপি দেয়া এক দফা দাবী বাস্তবায়নের জন্য তারা গত ১৮ জুলাই জেলা মহানগরে পদযাত্রা করেন। গত বৃহস্পতিবার শোক র‌্যালী করে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের নেতৃত্বে সাইনবোর্ড মহাসড়কে পদযাত্রা করেন। তাদের বিপরীতে শহরের খানপুর এলাকায় মহানগর বিএনপি সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে পদযাত্রা করেন। তারা এই সরকারের পতন না ঘটিয়ে রাজপথ দখল ছাড়বে না। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সরকার বিএনপিসহ এদেশের মানুষের রক্ত নেওয়া শুরু করেছে। আমার ভাই লক্ষ্মীপুরের সজীব হোসেনকে পাখির মতন গুলি করে হত্যা করেছে। আমাদের একটি শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল। এই সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাবাহিনীরা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঁধা দিয়েছে। তারা বাঁধা দিয়ে ক্ষ্যান্ত হয়নি। সজীবের রক্তে রাজপথ লাল করেছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের হত্যার চেষ্টা করা হয়েছিল। নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকের শোক র‌্যালি থেকে সরকারের ঘৃনিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা মাঠ ছাড়বো না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, বিএনপি আন্দোলন করবে এটা নতুন কোনো কথা নয়, দীর্ঘদিন ধরেই বলে আসছে। তাদের আন্দোলন যদি শান্তিপূর্ণ হয় সেটা ভালো কথা। কিন্তু সহিংসতা, নৈরাজ্য বা যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকা- চালালে সেটা আমরা কঠোরভাবে দমন করবো। আর আওয়ামী লীগও তার জায়গা থেকে মাঠে অবস্থান করে এ ধরনের নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। তাদের প্রতিহত করার জন্য আমাদের যুবলীগই যথেষ্ট।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা