
ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশের অথনৈতিক পরিস্থিতি বিবেচনায় ১৯৯৬ সালে দেশের নিট সেক্টরের একটি সংগঠন খোলা এবং সেটি পরিচালনার জন্য সদর-বন্দর আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সংগঠনটির যাবতীয় কার্যক্রম নারায়ণগঞ্জেই পরিচালনা করতে বলেন তিনি। সেই থেকে আজ প্রায় ২৭ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা দৃঢ় ভাবে ধরে রেখেছেন সেলিম ওসমান। সংগঠনের পরিচালকদের নিয়ে তার অক্লান্ত পরিশ্রম ও সঠিক নেতৃত্বের গুনাবলীর কারনে আজ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন ‘বিকেএমইএ’। তথ্য মতে, টি-শার্ট, পোলো শার্ট, সোয়েটার, ট্রাউজার, জগার, শর্টস ইত্যাদি পরিধেয় নিটওয়্যারের অন্তর্ভুক্ত। ১৯৮০-র দশকে ওভেন সেক্টর, যেমন- শার্ট, প্যান্ট, পোশাকখাতের প্রধান রপ্তানিযোগ্য পণ্য ছিল। মোট রপ্তানির ৯০% এ ধরনের পণ্যগুলো ছিল। ৯০ দশক থেকে ধীরে ধীরে নিটওয়্যার পোশাকের চাহিদা বাড়তে শুরু করে। তবে গত এক দশকে চিত্রপট বদলে গেছে। ইপিবি’র তথ্য অনুযায়ী, দেশের মোট রপ্তানিতে ওভেন পোশাককে পেছনে ফেলে নিটওয়্যার পোশাকের শেয়ার বেড়েছে। এদিকে, সংগঠনটিকে এগিয়ে নেয়ার প্রত্যেয়ে ৭ম বারের মতো বিকেএমইএ’র সভাপতি হতে যাচ্ছেন সেলিম ওসমান এমপি। এ নিয়ে ৫ম বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। গত ২৮ মে বিকেএমইএ নির্বাচন বোর্ডের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু সংগঠনটির পরিচালনা পরিষদের ৩৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহণ করায় তা আর হচ্ছে না। অর্থাৎ বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই সবাই পরিচালক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। মনোনয়নপত্র সংগ্রহের সময় ছিলো বিকাল ৪টা পর্যন্ত। সকলের অংশ গ্রহণের সুবিধার্থে নির্বাচন বোর্ড এক ঘন্টা সময় বাড়িয়ে সেটি বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্যানেল বা ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেনি। প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও যাচাই বছাইয়ের পর সম্মিলিত নীট ফোরামের পক্ষ থেকে ৩৫ জন মনোনয়ন সংগ্রহ করেন। বর্তমান সভাপতি একেএম সেলিম ওসমানের নেতৃত্বে প্যানেলে বিকেএমইএ’র প্রথম সভাপতি মঞ্জুরুল হক ও নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আছেন। বিকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলীর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের দলীয় প্রধান একেএম সেলিম ওসমান, এমপি। এ সময় নির্বাচন বোর্ড, নির্বাচন আপিল বোর্ড ও সম্মিলিত নীট ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯